বাংলাদেশ এশিয়া কাপ জিতবে, বিশ্বাস অধিনায়কের
যুব এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। আজ শুক্রবার (১২ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের আরও একটি আসর। বাংলাদেশ অধিনায়ক আজিজুল হাকিম তামিম বিশ্বাস করেন, শিরোপা এবারও জিতবে লাল-সবুজের প্রতিনিধিরা। দুবাইয়ে অফিসিয়াল ফটোসেশন ও ট্রফি উন্মোচন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
আজিজুল বলেন, ‘মানসিক ও শারীরিকভাবে আমাদের প্রস্তুতি ভালো। আমরা ৩০টির বেশি ম্যাচ খেলেছি। যা আমাদের দল হিসেবে গড়ে উঠতে অনেক সহায়তা করেছে।’
২০২৩ সালে সংযুক্ত আরব আমিরাতকে এবং পরের বছর ভারতকে হারিয়ে শিরোপা জেতে বাংলাদেশ। ভারতের পর দ্বিতীয় দল হিসেবে এশিয়া কাপে হ্যাটট্রিক শিরোপা জয়ের দারুণ সুযোগ এখন বাংলাদেশের সামনে।
বর্তমান চ্যাম্পিয়ন হওয়ায় আসন্ন আসরে ভাল করার ব্যাপারে আত্মবিশ্বাসী হাকিম। দলের প্রস্তুতিও ভালো হয়েছে, যা তাকে বাড়তি প্রেরণা দিচ্ছে।
আজিজুল বলেন, ‘আমরা ভালো প্রস্তুতি নিয়েছি। আমাদের সব কিছু ঠিকঠাক আছে। গত বছর আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম। তাই এটি আমাদের বাড়তি আত্মবিশ্বাস দেবে। আমরা আমাদের পরিকল্পনার ওপর আস্থা রাখছি এবং এবারও আমাদের সেরাটা দেব।’
টুর্নামেন্টের শক্তিশালী দু’দল ভারত ও পাকিস্তানকে নিয়ে চিন্তিত নন হাকিম। তার মতে, ভারত ও পাকিস্তান শক্তিশালী দল। কিন্তু কোনো দলই অপরাজেয় নয়।
টুর্নামেন্ট শুরু হলেও বাংলাদেশের মিশন শুরু আগামীকাল থেকে। দুবাইয়ে আইসিসি একাডেমি ক্রিকেট গ্রাউন্ডে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করবে চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্ক