বিশ্বকাপের সূচি প্রকাশ : কবে, কার বিপক্ষে খেলবে বাংলাদেশ?
দোড়গোড়ায় যুব বিশ্বকাপের নতুন আসর। আগামী বছর জিম্বাবুয়ে ও নামিবিয়ায় যৌথভাবে বসবে যুব ক্রিকেটারদের বৈশ্বিক লড়াইয়ের ১৬তম আসর। ১৫ জানুয়ারি পর্দা উঠে চলবে ৬ ফেব্রুয়ারি পর্যন্ত। আগামী আসরে খেলা নিশ্চিত করেছে বাংলাদেশও।
আজ বুধবার (১৯ নভেম্বর) যুব বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ২৩ দিনের এই আয়োজনে ম্যাচ হবে মোট ৪১টি। শিরোপা নির্ধারনী ম্যাচ অনুষ্ঠিত হবে জিম্বাবুয়ের হারারেতে।
এবারের আসরে ১৬টি দলকে চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। বিশ্বকাপের শিরোপা পুনরুদ্ধারের লড়াইয়ে বেশ কঠিন প্রতিপক্ষই পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র।
অন্যদিকে, ‘বি’ গ্রুপে আছে ইংল্যান্ড, পাকিস্তান, স্কটল্যান্ড ও জিম্বাবুয়ে। ‘সি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার সঙ্গী আয়ারল্যান্ড, জাপান ও শ্রীলঙ্কা। ‘ডি’ গ্রুপের চার দল আফগানিস্তান, দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ ও নবাগত তানজানিয়া।
বিশ্বকাপের উদ্বোধন ম্যাচ ১৫ জানুয়ারি হলেও বাংলাদেশ মিশন শুরু করবে ১৭ জানুয়ারি। বুলাওয়েওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। একই মাঠে ২০ জানুয়ারি নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ খেলবে নিউজিল্যান্ডের বিপক্ষে। ২৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলবে বাংলাদেশ।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, গ্রুপ পর্বে নিজ গ্রুপের প্রতিটি দল একে অন্যের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। প্রতিটি গ্রুপের শীর্ষ ৩টি করে দল উঠবে সুপার সিক্স পর্বে। সেই ধাপে ৬টি করে দল নিয়ে হবে দুটি গ্রুপ। প্রতি গ্রুপের শীর্ষ দুটি করে দল জায়গা করে নেবে সেমিফাইনালে।
মূল টুর্নামেন্টের আগে ৯ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত হবে প্রস্তুতি ম্যাচ। এই পর্বে ১০ জানুয়ারি পাকিস্তানের বিপক্ষে ও ১২ জানুয়ারি স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

স্পোর্টস ডেস্ক