নারী ক্রিকেটকে সুরক্ষিত করতে বিসিবির ভিন্ন আয়োজন
জাতীয় দলের সাবেক অধিনায়ক জাহানারা আলমের সেই ইন্টারভিউ নাড়িয়ে দিয়েছিলে দেশের ক্রীড়াঙ্গনকে। ‘টক অব দ্যা টাউন’ হিসেবে রূপ নিয়েছিল জাহানারার সেই ইন্টারভিউ। যেখানে তিনি অভিযোগ করেছিলেন, যৌন নির্যাতনের মতো ঘটনার।
যদিও জাহানারার উল্লেখিত ঘটনাগুলো ছিলো সাবেক বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের আমলে। তবুও ভবিষ্যতে আর যেনো এমন কিছু না ঘটে সেজন্য একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড। আজ বুধবার (১৯ নভেম্বর) ইএন উইমেন্স এর সহযোগীতায় বিসিবি আয়োজন করেছে ‘জেন্ডার সংবেদনশীলতা প্রশিক্ষণ’।
বিসিবি এক বিবৃতিতে জানিয়েছে, নারী ও পুরুষ ক্রিকেট এবং বিসিবি কর্মকর্তাদের মধ্যে সচেতনতা, দায়িত্বশীলতা ও পেশাদার আচরণ জোরদার করতে বিশেষায়িত জেন্ডার সংবেদনশীলতা প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
ক্রিকেটে নিরাপত্তা, সম্মান ও সবার জন্য সমান পরিবেশ তৈরি করার লক্ষ্যে এই কর্মসূচি আয়োজন করা হয়েছে বলে জানিয়েছে বিসিবি। এতে জাতীয় নারী দলের ক্রিকেটার ও বিসিবি কর্মকর্তারা অংশ নিয়েছিলেন। ওয়ার্কশপে খেলাধুলায় যৌন হয়রানি প্রতিরোধ নিয়ে আলোচনা করা হয়।
বিসিবির বিবৃতিতে বলা হয়েছে, এই প্রশিক্ষণ বিসিবির সেই অঙ্গীকার বাস্তবায়নের একটি ধাপ-যেখানে সব খেলোয়াড় ও কর্মকর্তা নিজেকে সুরক্ষিত, সম্মানিত ও মূল্যবান মনে করতে পারেন।

স্পোর্টস ডেস্ক