মুশফিক-লিটনের দৃঢ়তায় প্রথম দিন বাংলাদেশের
আশা জাগানো শুরুর পর কিছুটা মলিন দেখালো বাংলাদেশকে। দ্রুতই তিন উইকেট হারিয়ে কিছুটা চাপেই পড়েছিল। তবে তখনো বাকি ছিল মুশফিকুর রহিমের শততম টেস্ট রাঙানোর। দায়িত্ব নিয়ে সেই কাজটা ঠিকঠাক করলেন মুশি। তাকে সঙ্গ দিলেন মুমিনুল হক-লিটন কুমার দাস। সবমিলিয়ে ঢাকা টেস্টের প্রথমটা দিনটা বাংলাদেশের।
আজ বুধবার (১৯ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টে ৪ উইকেট হারিয়ে ২৯২ রান তুলে প্রথম দিন শেষ করেছে বাংলাদেশ। ১৮৭ বলে ৯৯ রান করে অপরাজিত আছেন মুশফিক। তার সঙ্গী লিটন দাস অপরাজিত আছেন ৮৬ বলে ৪৭ রানে।
মিরপুরে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করেছিলেন দুই ওপেনার মাহমুদুল হাসান জয় আর সাদমান ইসলাম। পঞ্চাশ ছাড়ানো জুটিও গড়েছিলেন এই দুজন। এরপর আয়ারল্যান্ড স্পিনার অ্যান্ডি ম্যাকব্রাইনের স্পিনে পরাস্ত হয়ে লেগবিফোর হন সাদমান। ৪৪ বলে ৩৫ রানে তিনি ফিরলে ভাঙে ৫২ রানের জুটি।
পরে দ্রুতই দ্বিতীয় ও তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। আরেক ওপেনার জয় ফেরেন ৮৬ বলে ৩৪ রান করে। অধিনায়ক নাজমুল শান্ত উইকেটে থিতুই হতে পারেননি। ১১ বলে ৮ রানে ফেরেন তিনি। এই দুই শিকারও ম্যাকব্রাইনের।
এরপর শততম টেস্ট খেলতে নামা মুশফিকুর রহিম আর অভিজ্ঞ মুমিনুল হকের ব্যাটে ভর করে মধ্যাহ্নভোজের বিরতিতে যায় বাংলাদেশ। বিরতি থেকে ফিরেও ভালোই খেলছিলেন দুজন। চতুর্থ উইকেটে শতক ছাড়ানো জুটি গড়েছিলেন। কিন্তু হাফসেঞ্চুরিকে সেঞ্চুরিতে রূপান্তর করতে পারেননি মুমিনুল। ১২৮ বলে ৬৩ রানে ফিরলে ভাঙে ১০৭ রানের জুটি।
মুমিনুল ফিরলে উইকেটরক্ষক লিটন দাসকে সঙ্গে নিয়ে দিনের বাকি সময় নির্বিঘ্নে পার করে দেন মুশফিক। আইরিশ বোলারদের আর কোনো সুযোগ দেননি তারা। মিরপুরের স্পিন সহায়ক উইকেটে আয়ারল্যান্ড টানা স্পিন আক্রমণ করে গেলেও সেটিকে বেশ দৃঢ়তার সঙ্গেই মোকাবিলা করেছেন লিটন-মুশফিকরা।

স্পোর্টস ডেস্ক