সুখবর পেলেন জয়-শান্ত
সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আর ওপেনার মাহমুদুল হাসান জয়। সেঞ্চুরি পেয়েছিলেন দুজনই। জয় ক্যারিয়ার সেরা ইনিংস খেলে ডাবল সেঞ্চুরির আশা জাগিয়েছিলেন। সেই পারফরম্যান্সের পুরস্কার পেলেন এবার।
আজ বুধবার (১৯ নভেম্বর) পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছ বিশ্বক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সেখানে দুজনেরই উন্নতি হয়েছে।
সিলেটে একমাত্র ইনিংসে ওপেনিংয়ে নেমে ১৪টি চার ও চারটি ছক্কায় ১৭১ রানের ইনিংস খেলেছিলেন জয়। তুলে নিয়েছিলেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। এটি ছিল তার ক্যারিয়ার সেরা ইনিংস। সেই ইনিংসের সুবাদে ১৯ ধাপ এগিয়েছেন জয়। বর্তমানে টেস্ট ব্যাটারদের মধ্যে তিনি আছেন ৭৪ নম্বরে।
সেই ম্যাচে টেস্ট ক্যারিয়ারের অষ্টম সেঞ্চুরি তুলে নিয়েছিলেন শান্ত। ১৪টি চারে ঠিক ১০০ রান করেছিলেন তিনি। সেই ইনিংসের সুবাদে তিনি এগিয়েছেন ৪ ধাপ। বর্তমানে শান্ত ব্যাটারদের র্যাঙ্কিংয়ে অবস্থান করছেন ৩৪ নম্বরে। বাংলাদেশিদের মধ্যে সবার ওপরে আছেন তিনি।
তবে টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে হয়েছে ঠিক উল্টোটা। প্রায় সব বোলারেরই অবনতি হয়েছে। ৩ ধাপ পিছিয়ে ১৯ নম্বরে নেমে গেছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। বাংলাদেশিদের মধ্যে তিনি সবার ওপরে আছেন।
অন্যদিকে, একধাপ পিছিয়ে ২৫ নম্বরে নেমে গেছেন মেহেদী হাসান মিরাজ। তার মতোই একধাপ পিছিয়ে ৪১ নম্বরে আছেন নাঈম ইসলাম, ২ ধাপ পিছিয়ে ৫৩ নম্বরে নেমে গেছেন তাসিকন আহমেদ।
তবে উন্নতি হয়েছে সিলেট টেস্টে খেলা পেসার হাসান মাহমুদের। সিলেটে প্রথম ইনিংসে দুই উইকেট নেওয়ার পরের ইনিংসে উইকেটশূন্য ছিলেন তিনি। তবুও ৩ ধাপ এগিয়ে আছেন ৫০ নম্বরে।
বোলারদের শীর্ষস্থানে নেই কোনো পরিবর্তন, আগের মতোই আছেন ভারতের জাসপ্রিত বুমরাহ। ব্যাটসম্যানদের চূড়ায় ইংল্যান্ডের জো রুট।

স্পোর্টস ডেস্ক