ম্যাচসেরা হয়েও যে আক্ষেপ পোড়াচ্ছে জয়কে
লম্বা সময় পর জাতীয় দলের ফিরেছেন ওপেনার মাহমুদুল হাসান জয়। আয়ারল্যান্ডের বিপক্ষে প্রত্যাবর্তনটা দারুণভাবে রাঙিয়েছেন জয়। প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে ক্যারিয়ার সেরা ইনিংস খেলে বাংলাদেশকে জয়ের ভিত গড়ে দিয়েছিলেন তিনি।
জয়ের সেই ইনিংসে ভর করে নিজেদের প্রথম ইনিংসে ৫৮৭ রান তুলে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। এরপর দ্বিতীয় ইনিংসে আর ব্যাটিং করা লাগেনি টাইগারদের। ইনিংস ও ৪৭ রানের ব্যবধানে জিতেছে বাংলাদেশ। ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন জয়। তবুও আক্ষেপ পোড়াচ্ছে জয়কে।
নিজের টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরির তুলে নিয়ে জয় আশা দেখাচ্ছিলেন ডাবল সেঞ্চুরির। সেই আশাকে অবশ্য পূর্ণতা দিতে পারেননি জয়। শেষ পর্যন্ত ১৪ চার ও ৪ ছক্কায় ২৮৬ বলে ১৭১ রান করে ফেরেন তিনি।
ম্যাচসেরা হলেও সেই ডাবল সেঞ্চুরি মিসের হতাশা পোড়াচ্ছে জয়কে। পুরস্কার প্রদান অনুষ্ঠানে জানালেন সে কথা। তিনি বলেন, ‘ডাবল সেঞ্চুরি করতে না পারায় একটু হতাশ লাগছে, তবে শেষ পর্যন্ত ভালোই খেলেছি। সব মিলিয়ে খুশি। মুশফিক ভাইয়ের ১০০তম টেস্ট নিয়ে দারুণ উচ্ছ্বসিত। এই উইকেট ব্যাটিংয়ের জন্য বেশ ভালো ছিল, নিজের পরিকল্পনা সহজ রাখারই চেষ্টা করেছি।’
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে জয়কে প্রশংসায় ভাসিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তও। তিনি বলেন, ‘জয় দলে ছিল না। দলে ফিরে আবার প্রথম ইনিংসে এত বড় ইনিংস তার জন্য অনেক কঠিন ছিল। তবে জয় যেভাবে ব্যাটিং করেছে, সেটা দেখে মনে হয়নি জয় কামব্যাক করছে। আমি আশা করব জয় ভবিষ্যতেও এভাবেই খেলবে।’
প্রসঙ্গত, জয় সবশেষ টেস্ট ফিফটি করেছিলেন দুই বছর আগে। সবশেষ শ্রীলঙ্কা সফরে দল থেকেও বাদ পড়েছিলেন। তবে ঘরোয়া লিগে দারুণ পারফরম্যান্সের কল্যাণে আবারও জাতীয় দলে ফেরেন।

স্পোর্টস ডেস্ক