শততম টেস্টে অসাধারণ মুশফিক, অপেক্ষা সেঞ্চুরির
দিনের শেষ দিকে এসে মুশফিকুর রহিমের সেঞ্চুরি নিয়ে বেশ খানিকটা দোলাচলই দেখা গেল। তবে আশায় বুক বেঁধেছিলেন সবাই। শেষ ওভারে হয়তো মুশিকে অভিনন্দন জানাতেই ভিআইপি বক্স থেকে বেরিয়ে এসেছিলেন বিসিবি কর্তারা। দর্শকরা প্রস্তুতি নিচ্ছিলেন উল্লাসে মেতে ওঠার।
দিনের ৯৯তম ওভারের শেষ বলে সিঙ্গেল নিয়ে স্ট্রাইকে গেলেন মুশফিকুর রহিম। তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করতে তখন প্রয়োজন তিন রান। শেষ ওভারের প্রথম দুই বলে কোনো রান নিতে পারলেন না। তৃতীয় বলে পেলেন এক রান। পঞ্চম বলে হাঁকিয়েছিলেন বেশ জোরেসোরেই। কিন্তু ফিল্ডার ছিল বলের লাইনে তাই এক রান হয়নি। ফলে শততম টেস্টে সেঞ্চুরি থেকে এক রান দূরে থেকেই দিন শেষ করলেন মুশফিক।
আজ বুধবার (১৯ নভেম্বর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ১৮২ বলে ৯৯ রান করে অপরাজিত আছেন মুশফিক। মি. ডিপেন্ডেবলের সেঞ্চুরি দেখতে এখন অপেক্ষা করতে হবে দ্বিতীয় দিনের সকাল পর্যন্ত।
আপাতত সেঞ্চুরি না পেলেও ক্যারিয়ারের শততম টেস্টর প্রথম দিনটা রাঙিয়েছেন মুশফিক। দিনের প্রথম সেশনে তিনি যখন ব্যাটিংয়ে নামেন তখন দলীয় শত রান পেরোনোর আগেই তিন উইকেট হারিয়েছে বাংলাদেশ।
এরপর দায়িত্বটা নিজের কাধে তুলে নেন মুশফিক। মুমিনুলকে নিয়ে কাটিয়ে দেন দিনের প্রথম সেশন। এই জুটিতে আসে ১০৭ রান। মুমিনুল ফিরলেও দৃঢ়চেতা মুশফিক, এরপর জুটি গড়েন লিটন দাসকে নিয়ে। সব ভয়, শঙ্কা মাড়িয়ে প্রথম দিনটাই পার করে দেন অভিজ্ঞতার সবটুকু ঢেলে দিয়ে। অপেক্ষা বাড়িয়ে রাখলেন সেঞ্চুরির।

স্পোর্টস ডেস্ক