ব্যাটিং ব্যর্থতায় বড় ব্যবধানে হারল বাংলাদেশ
টপঅর্ডার ব্যাটাররা দ্রুতই ফিরে গেলেন। এরপর প্রথম ম্যাচের মতো এ ম্যাচেও আশা দেখাচ্ছিলেন কালাম সিদ্দিকী অ্যালিন আর রিজান হোসেন। কিন্তু এ ম্যাচে সেই আশার পূর্ণতা দিতে পারলেন না তারা। এই দুজন ফিরতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন। এতে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশের যুবারা।
আজ বুধবার (৫ নভেম্বর) রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ওয়ানডেতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেটে ২৭৫ রান তোলে আফগানিস্তান। জবাব দিতে নেমে ৩৭.২ ওভারে ১৭৩ রান তুলে গুটিয়ে যায় বাংলাদেশ।
পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে জিতেছিল বাংলাদেম অনূর্ধ্ব-১৯ দল। তবে বগুড়ায় দ্বিতীয় ম্যাচ ভেসে যায় বৃষ্টিতে। তৃতীয় ম্যাচে জয় তুলে নিয়ে সিরিজে সমতা ফেরাল আফগানিস্তান।
রান তাড়ায় নেমে ৪৫ রানেই তিন উইকেট হারায় বাংলাদেশ। কোনো রান না করেই ফিরে যান ওপেনার রিফাত বেগ। অধিনায়ক আজিজুল হাকিম তামিম ৩০ বলের ওপরে উইকেটে থেকে ৯ রান করে ফেরেন। ‘এ’ দলে সুযোগ পাওয়া জাওয়াদ আবরার ভালো শুরুর পরও ২৪ বলে ২৫ রান করে ফেরেন।
শুরুর সেই ধাক্কা সামলে এদিনও বাংলাদেশের হাল ধরেন অ্যালিন আর রিজান। এই দুজনের জুটি থেকে আসে ৯৩ রান। ৫০ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৫৩ রানে রিজানের বিদায়ে সেই জুটি ভাঙে।
এই জুটি ভাঙতেই ধসে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন। জাইতউল্লাহ ও উজাইরউল্লাহর ঘূর্ণিতে ব্যাটসম্যানরা আসা-যাওয়ায় ব্যস্ত হয়ে পড়েন। বাংলাদেশের শেষ ছয় ব্যাটসম্যানের কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি।
বাকিদের ভিড়ে একপ্রান্ত আগলে রেখে এগিয়ে যাচ্ছিলেন অ্যালিন। তিনি যত সময় উইকেটে ছিলেন, তত সময় আশাও বেঁচে ছিল। কিন্তু ব্যক্তিগত ৭১ রানে তিনি ফিরতেই সেই আশা নিভে যায়। বাংলাদেশ গুটিয়ে ১৭৩ রানে।
এর আগে ফয়সাল খানের (১০০) সেঞ্চুরি, অধিনায়ক মাহবুব খানের অপরাজিত ৬৮ রানের ইনিংসে ভর করে আড়াইশ ছাড়ানো পুঁজি পায় আফগানিস্তান।

স্পোর্টস ডেস্ক