আইসিসির সভায় এশিয়া কাপের ট্রফি নিয়ে কি সিদ্ধান্ত হলো?
দুবাইয়ে বসেছিল আইসিসির সভা। গতকাল অনুষ্ঠিত সভায় অনুমিতভাবেই এশিয়া কাপের ট্রফি নিয়ে আলোচনা হয়েছে। তবে যেমন গুঞ্জন ছিল, ঠিক তেমনটা হয়নি। ভারতের দেওয়া ঝড় তোলার হুমকিও সেভাবে দেখা যায়নি। স্বাভাবিকভাবেই শেষ হয়েছে সভা।
এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির সভায় যোগ দেওয়া নিয়ে ছিল শঙ্কা। তবে সেসব শঙ্কা উড়িয়ে শেষ মুহূর্তে সভায় যোগ দেন তিনি।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে, এশিয়া কাপের ট্রফি নিয়ে আলোচনার বিষয়টি আইসিসি সভার আলোচ্যসূচিতে ছিল না। তবে ভারতীয় বোর্ডের সচিব দেবজিত সাইকিয়া সভায় এশিয়া কাপের ট্রফি নিয়ে আলোচনা তোলেন।
ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, সাইকিয়া আলোচনা তুললেও সেটি আনুষ্ঠানিক কিছু ছিল না। অনেকটা অনানুষ্ঠানিকভাবে আলোচনা করেন সাইকিয়া। যেখানে তিনি বলেন, মহসিন নাকভি যে ট্রফি আটকে রেখেছেন। দ্রুত ট্রফি ভারতীয় বোর্ডকে দেওয়া উচিত।
গত কয়েকদিনে ভারতীয় গণমাধ্যমে যেভাবে শিরোনাম করা হচ্ছিল আইসিসির সভায় ঝড় তোলার, সেরকম কিছু হয়নি। বরং সাইকিয়ার আলোচনার ধরনে দ্বন্দ্বের চেয়ে আন্তরিকতার সুরই বেশি ছিল বলে জানিয়েছে ক্রিকবাজ।
সভায় আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি। তবে আইসিসির বোর্ড সদস্যরাও একরকম একমত হয়েছেন যে, ট্রফি নিয়ে টানাপোড়েনের সমাধান দ্রুত হওয়া উচিত। সভায় এ নিয়ে কমিটি গঠনের কথা উঠলেও আপাতত তেমন কোনো কমিটি গঠিত হয়নি।
এর আগে গত ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে অনুষ্ঠিত এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে নবমবারের মতো চ্যাম্পিয়ন হয় ভারত। কিন্তু এসিসি সভাপতি নাকভি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ায় ভারতীয় দলের অধিনায়ক সূর্যকুমার যাদব তাঁর হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানান। পরে নাকভি নিজেই ট্রফি নিজের কাছে রেখে দেন।
এর পর থেকে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) একাধিকবার নাকভিকে ট্রফি ফেরত দেওয়ার অনুরোধ জানায়। এমনকি বিষয়টি আইসিসিতে তোলার হুমকিও দেয় তারা। তবে নাকভি জানান, ট্রফি নিতে হলে ভারতীয় দলের কোনো প্রতিনিধি বা খেলোয়াড়কে সরাসরি দুবাইয়ে এসিসির অফিসে গিয়ে তাঁর কাছ থেকে ট্রফি নিয়ে আসতে হবে।
সর্বশেষ নাকভি জানিয়েছিলেন, চলতি মাসে দুবাইয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করে ভারতীয় দলের হাতে ট্রফি তুলে দেবেন তিনি।

স্পোর্টস ডেস্ক