ট্রফি বুঝে পেতে দুই দিনের সময় বেধে দিল ভারত
এশিয়া কাপ শেষ হয়েছে এক মাসেরও বেশি সময় হলো। কিন্তু এখনো নিয়মিত সংবাদের শিরোনাম হচ্ছে এশিয়া কাপের ফাইনাল। চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তানকে হারিয়ে শিরোপা জিতেছে ভারত। তবে এখনো ট্রফি বুঝে পায়নি ভারত। বেশ কয়েকবার ভারতের পক্ষ থেকে বলা হলেও এখনো ট্রফি রয়ে গেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) অফিসে।
বিষয়টি নিয়ে কিছুদিন ধরে অনেক নাটক হয়েছে। এবার এশিয়া কাপ ট্রফি ইস্যুতে এসিসিকে রীতিমতো হুমকি দিয়ে রাখলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিত শাইকিয়া। দুই দিনের মধ্যে ট্রফি না পেলে আইসিসির বোর্ড সভায় ঝড় তোলার বার্তা দিয়ে রাখলেন তিনি।
ভারতের বার্তা সংস্থা পিটিআইকে শাইকীয়া বলেন, ‘এক মাস কেটে গেলেও ট্রফি আমাদের হাতে দেওয়া হয়নি। এটা নিয়ে আমরা অখুশি। আমরা এটা নিয়ে বারবার বলেছি। ১০ দিন আগে চিঠি পাঠানো হয়েছে এসিসি চেয়ারম্যানকে। তার পরেও বিষয়টা সমাধান হয়নি। এখনও এসিসি নিজেদের হেফাজতে ট্রফি রেখে দিয়েছে। আশা করি দুই-এক দিনের মধ্যে মুম্বইয়ে বোর্ডের কার্যালয়ে ট্রফি চলে আসবে।’
ট্রফি চেয়ে ভারতের পাঠানো সেই চিঠির জবাবও দিয়েছিলেন এসিসি সভাপতি নাকভি। তিনি জানিয়েছিলেন, ট্রফি নিতে হলে, ভারতকে দুবাইয়ে এসিসির অফিসে গিয়ে তার হাত থেকেই নিতে হবে। পরে অবশ্য সুর কিছুটা নরম করেছিলেন নাকভি।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, নাকভি বিসিসিআইকে একটি প্রস্তাব দিয়েছেন। আগামী নভেম্বরে একটি সংবর্ধনা অনুষ্ঠান করতে চায় এসিসি। সেখানে ভারতীয় দলের অধিনায়ক ও খেলোয়াড়দের পাঠানোর কথা বলা হয়।
সাইকিয়ার বিশ্বাস এসিসি সভাপতির শুভ বুদ্ধির উদয় হবে। তিনি বলেন, ‘বিষয়টা কীভাবে সামলানো হবে সে ব্যাপারে আমরা পুরোপুরি তৈরি। ভারতবাসীকে একটা বিষয়ে আশ্বস্ত করতে পারি, ট্রফি দেশে আসবেই। কবে আসবে সেটা বলতে পারব না, তবে কোনো এক দিন সেটা আসবেই। আমরা পাকিস্তানকে সব ম্যাচে হারিয়েছি। ট্রফি জিতেছি। সব হিসাব রয়েছে। শুধু ট্রফিটাই মিলছে না। আশা করি তার (নাকভি) শুভবুদ্ধির উদয় হবে।’
এর আগে, গত সেপ্টেম্বরে এশিয়া কাপের ফাইনাল জেতার পর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ও এসিসির চেয়ারম্যান নাকভির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায় ভারত। নাকভিও তখন বেঁকে বসেন, তিনি জানিয়ে দেন- তার হাত থেকেই ট্রফি নিতে হবে ভারতকে।

স্পোর্টস ডেস্ক