আজ শুরু হচ্ছে বিগব্যাশ : রিশাদদের খেলা কবে, কখন, কোথায়?
অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগব্যাশ নিয়ে বাংলাদেশি ক্রিকেট সমর্থকদের খুব একটা আগ্রহ দেখা যায় না। কারণ এই টুর্নামেন্টে বাংলাদেশি ক্রিকেটারদের দেখা যায় না। তবে এবার পরিস্থিতি বদলেছে। বিগব্যাশের এবারের আসরকে পাখির চোখে দেখবে বাংলাদেশি ক্রিকেট সমর্থকরা, অন্তত হোবার্ট হারিকেন্সের ম্যাচগুলোতে। কারণ এই দলের হয়েই এবারের বিগব্যাশ খেলবেন বাংলাদেশের লেগস্পিনার রিশাদ হোসেন।
আজ রোববার (১৪ ডিসেম্বর) থেকে শুরু হচ্ছে বিগব্যাশ। প্রথম ম্যাচে পার্থ স্কর্চার্সের বিপক্ষে খেলবে সিডনি থান্ডার। সিডনির হয়ে এবার খেলবেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম। এটিই হতে যাচ্ছে বিগ ব্যাশে বাবরের প্রথম ম্যাচ।
তবে রিশাদের দল নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে আগামী ১৬ ডিসেম্বর। সেই ম্যাচে হোবার্টের প্রতিপক্ষ বাবর আজমের সিডনি থান্ডার্স। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সোয়া ২টায়।
এরপর গ্রুপ পর্বে আরও ৯টি ম্যাচ খেলবে হোবার্ট হারিকেন্স। ১৮ ডিসেম্বর বাংলাদেশ সময় দুপুর সোয়া ২টায় নিজেদের দ্বিতীয় ম্যাচে মেলবোর্ন স্টেডিয়ামে হোবার্টের প্রতিপক্ষ মেলবোর্ন স্টারস। ২১ ডিসেম্বর একই সময়ে জিলং স্টেডিয়ামে তৃতীয় ম্যাচে রিশাদরা খেলবেন মেলবোর্ন রেনেগেডসের বিপক্ষে।
২৬ ডিসেম্বর বিকেল সোয়া ৪টায় পার্থ স্টেডিয়ামে খেলবে পার্থ স্কচার্সের বিপক্ষে। এরপর রিশাদদের পরের দুই ম্যাচ ঘরের মাঠ হোবার্ট স্টেডিয়ামে। ২৯ ডিসেম্বর মেলবোর্ন রেনেগেডস ও ১ জানুয়ারি পার্থ স্কচার্সের বিপক্ষে খেলবে বাংলাদেশ সময় দুপুর সোয়া ২টায়।
৩ জানুয়ারী সিডনি থান্ডারের বিপক্ষে খেলবে সিডনি স্টেডিয়ামে। এরপর লম্বা বিরতি দিয়ে ৯ জানুয়ারি ঘরের মাঠ হোবার্ট স্টেডিয়ামে খেলবে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে। এ ম্যাচটিও হবে দুপুর সোয়া ২টায়। ১২ জানুয়ারি সিডনি স্টেডিয়ামে হোবার্টের প্রতিপক্ষ সিডনি সিক্সার্স। এই ম্যাচটি হবে সকাল ৯টা ৫ মিনিটে।
এরপর ১৪ জানুয়ারি গ্রুপপর্বে নিজেদের শেষ ম্যাচে রিশাদদের প্রতিপক্ষ ব্রিসবেন হিট। বেলা সোয়া ২টায় হোবার্ট স্টেডিয়ামে হবে এই ম্যাচটি।

স্পোর্টস ডেস্ক