রিশাদের দুর্দান্ত বোলিংয়ের পরও হারল হোবার্ট
বিগব্যাশে অভিষেকেই রঙিন ছিলেন লেগস্পিনার রিশাদ হোসেন। তার দুর্দান্ত বোলিংয়ে দলও জিতেছিল। বলহাতে একই ধারা ধরে রাখলেন রিশাদ। বল হাতে দ্যুতি ছড়ালেন এ ম্যাচেও। অবশ্য তবুও তার দল জিততে পারেনি মেলবোর্ন স্টার্সের বিপক্ষে।
আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) মেলবোর্ন স্টার্সের বিপক্ষে মাঠে নেমেছিল রিশাদের দল হোবার্ট হ্যারিকেন্স। প্রথমে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৫৮ রান তোলে হোবার্ট। রান তাড়ায় নেমে ৪ ওভার আর ৮ উইকেট হাতে রেখেই জয় তুলে নিয়েছে মেলবোর্ন।
১৫৯ রানের লক্ষ্য তাড়ায় ক্লার্ক ও রজার্সের ব্যাটে ভালো শুরু পায় মেলবোর্ন। শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকেন রজার্স।
পাওয়ার-প্লের পরের ওভারে রিশাদের হাতে বল তুলে দেন হোবার্টের অধিনায়ক নাথান এলিস। অধিনায়কের ভরসার প্রতিদানও দিয়েছেন তিনি। ঝড় তুলতে থাকা রজার্সকে নিখিল চৌধুরীর ক্যাচ বানিয়ে ফেরান রিশাদ।
নিজের পরের ওভারে এসেই আবার সাফল্য পান রিশাদ। এবার রাইলি মেরেডিথের ক্যাচ বানান আরেক ওপেনার জো ক্লার্ককে। দ্রুত দুই উইকেট তুলে নিয়ে মেলবোর্নকে চাপে ফেলে দেন রিশাদ।
নিজের তৃতীয় ওভারে এসে অবশ্য কিছুটা খরুচে হয়ে যান রিশাদ। এই ওভার থেকে তার খরচ ১৯ রান। সবমিলিয়ে ৩ ওভার বল করে ৩৩ রান দিয়ে ২ উইকেট শিকার করেছেন রিশাদ।
রিশাদের সেই চাপের পরে মেলবোর্নকে পথ দেখান মার্কাস স্টইনিস ও ক্যাম্পবেল কেল্লাওয়ে। এই দুজন মিলে মেলবোর্নকে জয়ের বন্দরে নিয়ে যান। রিশাদের বাইরে হোবার্টের হয়ে আর কোনো বোলার উইকেটের দেখা পাননি।

স্পোর্টস ডেস্ক