আইপিএল নিলাম
মুস্তাফিজকে নিয়ে কাড়াকাড়ি, বাকিদের নিয়ে নেই আগ্রহ
আবুধাবির ইত্তিহাদ অ্যারেনায় বসেছিল ২০২৬ আইপিএলের নিলাম। আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) অনুষ্ঠিত নিলামে নাম ছিল ৭ জন বাংলাদেশি ক্রিকেটারের। এর মধ্যে ইতিহাস গড়া দামে বিক্রি হয়েছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান।
তবে বাকিদের কপাল খুলেনি। অবিক্রিত থাকা ৬ ক্রিকেটারের মধ্যে নিলামে নামই উঠেনি ৫ জনের। বাকি একজনের নাম উঠলেও আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।
নিলামে ৯ নম্বরে নাম উঠেছিল মুস্তাফিজের। লিস্টে ১০১ নম্বরে থাকা টাইগার পেসারকে নিয়ে রীতিমতো কাড়াকাড়ি শুরু হয়ে যায় নিলামে। অবশেষে ৯ কোটি ২০ লাখ রুপিতে তাকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। মুস্তাফিজ এর আগে ২০১৮ সালে সর্বোচ্চ ২ কোটি ২০ লাখ রুপিতে খেলেছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সে।
বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ কোটি ৩৭ লাখ টাকায় কেকেআরে যাওয়া ফিজ এখন আইপিএলের ইতিহাসে বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ দামি ক্রিকেটার।
এরপর এই সেটেই নাম তোলা হয়েছিল লিস্টে ১৬২ নম্বরে থাকা টাইগার পেসার তাসকিন আহমেদের। আগের দুই আসরে আইপিএলে দল পাওয়ার আলোচনায় থাকা তাসকিনকে দলে নিতে আগ্রহ দেখায়নি কোনো দল। ৭৫ লাখ রুপির ক্যাটাগরিতে ছিলেন তিনি।
এর বাইরে আর কোনো বাংলাদেশি ক্রিকেটারের নাম তোলা হয়নি আইপিএল নিলামে। দুইবার এক্সিলেরেশন সেট হলেও বাংলাদেশিদের আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি।
নিলামে নাম না ওঠা ক্রিকেটাররা হলেন- বিগ ব্যাশ খেলতে যাওয়া লেগস্পিনার রিশাদ হোসেনের নাম। টাইগার পেসার তানজিম হাসান সাকিব, নাহিদ রানা, শরীফুল ইসলাম ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী স্পিনার রাকিবুল হাসান।

স্পোর্টস ডেস্ক