আইপিএল নিলাম : কখন উঠবে মুস্তাফিজ-রিশাদদের নাম?
টানা দ্বিতীয়বারের মতো ভারতের বাইরে অনুষ্ঠিত হচ্ছে আইপিএলের নিলাম। আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) আবুধাবির ইত্তিহাদ অ্যারেনায় চলছে এবারের নিলাম। গতবার দুইদিনব্যাপী মেগা নিলাম চললেও এবারের মিনি নিলাম একদিনেই শেষ হবে।
ইতোমধ্যে ৭টি সেট সম্পন্ন হয়েছে। যেখানে আইপিএলের রেকর্ড ভেঙে সর্বোচ্চ দামে দল পেয়েছেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার ক্যামেরুন গ্রিন। ২ কোটি ভিত্তিমূল্যের এই ক্রিকেটারকে ২৫ কোটি ২০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের ইতিহাসে গ্রিনই এখন সবচেয়ে দামি বিদেশি ক্রিকেটার।
তবে এখনো নাম ওঠেনি বাংলাদেশি কোনো ক্রিকেটারের। ৭টি সেটে এখন পর্যন্ত ৪৮ জন ক্রিকেটারের নাম তোলা হয়েছে।
বাংলাদেশি ক্রিকেটারদের নাম উঠতে এখনো অপেক্ষা লম্বা সময়ের। কারণে নিলামে ১০০ নম্বরের আগে নেই কোনো বাংলাদেশি ক্রিকেটারের নাম।
নিলামে মুস্তাফিজ ছাড়াও নিলামে নাম আছে বিগ ব্যাশ খেলতে যাওয়া লেগস্পিনার রিশাদ হোসেনের নাম। এই টাইগার ক্রিকেটারের ভিত্তিমূল্য ধরা হয়েছে ৭৫ লাখ রুপি।
এছাড়া ৭৫ লাখ রুপিতে আইপিএল নিলামে আছেন আরও চার টাইগার পেসার তাসকিন আহমেদ, তানজিম হাসান, নাহিদ রানা ও শরীফুল ইসলাম। আর ৩০ লাখ রুপি ভিত্তিমূল্যে আছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী স্পিনার রাকিবুল হাসান।
আইপিএলে সেভাবে বাংলাদেশি ক্রিকেটারদের দেখা যায় না। এখন পর্যন্ত এক আসরে একই সঙ্গে সর্বোচ্চ দুজন ক্রিকেটার খেলার সুযোগ পেয়েছেন।
সর্বশেষ আসরেও নিলাম থেকে দল পায়নি কোনো ক্রিকেটার। মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেনদের নাম উঠলেও তাদের দলে নিতে আগ্রহ দেখায়নি কোনো ক্রিকেটার। পরে অবশ্য বদলি হিসেবে দিল্লি ক্যাপিটালসে যোগ দিয়েছিলেন মোস্তাফিজ। এবারও বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে দল পাওয়ার সম্ভাবনায় এগিয়ে মোস্তাফিজই।
জানা গেছে, নিলামে থাকা ৩৫০ জন ক্রিকেটারের মধ্যে ৭৭ জন ক্রিকেটারকে দলে নিতে পারবে ১০টি ফ্র্যাঞ্চাইজি। এর মধ্যে ৩২ জন বিদেশি খেলোয়াড় সুযোগ পাবেন। ফলে টাইগার ক্রিকেটারদের জন্য দল পাওয়া বেশ কষ্টসাধ্যই হবে।

স্পোর্টস ডেস্ক