বিগব্যাশ অভিষেকেই দুর্দান্ত রিশাদ হোসেন
বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশে অভিষেক হয়েছে রিশাদ হোসেনের। অভিষেকেই দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন টাইগার এই স্পিনার। গড়ে দিয়েছেন ম্যাচের পার্থক্য।
আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) হোবার্টের ঘরের মাঠ বেলেরিভ স্টেডিয়ামের সিডনি থান্ডার্সের বিপক্ষে রিশাদকে নিয়ে মাঠে নেমেছিল হোবার্ট হ্যারিকন্সে। ম্যাচে ৪ উইকেটের জয় তুলে নিয়েছে হোবার্ট।
টস জিতে ফিল্ডিংয়ে নেমে সিডনির দুই ওপেনারের ঝড়ের মুখে পড়ে হোবার্টের দুই পেসার রাইলি মেরেডিথ, বিলি স্ট্যানলেক। ৪ ওভার থেকেই ৪৬ রান তুলে নেয় সিডনি।
পঞ্চম ওভারে রিশাদের হাতে বল তুলে দেন হোবার্টের অধিনায়ক নাথান এলিস। অধিনায়কের ভরসার প্রতিদান দিয়েছেন রিশাদ। উইকেট না পেলেও কিপ্টে বোলিংয়ে চেপে ধরেন দুই ওপেনারকে। নিজের প্রথম ওভারে খরচ করেন মাত্র ৬ রান।
নিজের দ্বিতীয় ওভারে আরও কিপ্টে ছিলেন রিশাদ। এই ওভারে খরচ করেন মোটে ৪ রান। বিগ ব্যাশে অভিষেক ম্যাচে মোট ৩ ওভার বল করে ১৮ রান দিয়েছেন রিশাদ। তবে কোনো উইকেট পাননি তিনি।
উইকেট না পেলেও রিশাদের তৈরি করা চাপ কাজে লাগিয়ে সফল হয়েছেন হোবার্টের বাকি বোলাররা। এতে দারুণ শুরুর পরও সিডনিকে ১৮০ রানে আটকে রাখে হোবার্ট। সেই রান দলটি তাড়া করেছে ১৯.৫ ওভারে।
ইনিংসের প্রথম ১০ ওভারে ১ উইকেটে ৯৮ রান তোলা হোবার্ট শেষ দিকে দ্রুত উইকেট হারিয়ে চাপে পড়ে যায়। শেষ পর্যন্ত ক্রিস জর্ডান ও নাথান এলিসের ৬ উইকেট হারিয়ে জিতে যায় হোবার্ট।
রিশাদের ব্যাটিংয়ে নামতে হয়নি। সর্বশেষ চার মৌসুমে নিজেদের প্রথম ম্যাচে হেরেছিল হোবার্ট, এবার সেই ধারা ভাঙল।

স্পোর্টস ডেস্ক