আইপিএল নিলামে মুস্তাফিজ-রিশাদদের দল পাওয়ার সম্ভাবনা কতটুকু?
২০২৬ আইপিএলের নিলামের জন্য ৩৫০ জন ক্রিকেটারের তালিকা চূড়ান্ত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। যে তালিকায় নাম আছে সাতজন বাংলাদেশি ক্রিকেটারের। আগামীকাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সংযুক্ত আরব আমিরাতে বসবে আইপিএলের মিনি নিলাম।
নিলামের আগে আলোচনা চলছে মোস্তাফিজুর রহমান-তাসকিন আহমেদ-রিশাদ হোসেনদের দল পাওয়ার সম্ভাবনা নিয়ে। এক্ষেত্রে অনিশ্চিয়তার খবর দিয়েছে ভারতীয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ।
মূলত আইপিএলের পুরো মৌসুমে বাংলাদেশি ক্রিকেটারদের পাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। কারণ, আইপিএল চলাকালীন বাংলাদেশ জাতীয় দল সাদা বলের সিরিজ খেলবে। ক্রিকবাজের এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ এক মিটিংয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোকে জানিয়ে দেওয়া হবে কোন খেলোয়াড়কে কতটুকু সময় পাওয়া যেতে পারে।
ক্রিকবাজের প্রতিবেদন অনুযায়ী, আগামী বছরের এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে ছয়টি সাদা বলের ম্যাচ খেলবে বাংলাদেশ। একই সময় আইপিএল অনুষ্ঠিত হওয়ায় টুর্নামেন্টটিতে বাংলাদেশি খেলোয়াড়দের অংশগ্রহণের সুযোগ সীমিত হয়ে যেতে পারে।
এদিকে, বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম ক্রিকবাজকে জানিয়েছে, আইপিএলে দল পেলে ক্রিকেটারদের অনাপত্তিপত্র দিতে সমস্যা নেই বোর্ডের।
ফাহিম বলেছেন, ‘আইপিএলের বেশিরভাগ সময়ের জন্যই এনওসি দিব আমরা। কারণ আমরা চাই তারা যতটা বেশি সময় সম্ভব খেলুক। আমরা তাদের ন্যুনতম প্রয়োজনে দেশে ফিরিয়ে আনব।’
নিলামে জায়গা পাওয়া বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি ভিত্তিমূল্য বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানের। টাইগার পেসারের ভিত্তিমূল্য ধরা হয়েছে দুই কোটি রুপি।
এছাড়া ৭৫ লাখ রুপিতে আইপিএল নিলামে আছেন আরও চার টাইগার পেসার তাসকিন আহমেদ, তানজিম হাসান, নাহিদ রানা, শরীফুল ইসলাম। আর ৩০ লাখ রুপি ভিত্তিমূল্যে আছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী স্পিনার রাকিবুল হাসান।

স্পোর্টস ডেস্ক