রিশাদের খেলায় খুশি স্পিন কোচ মুশতাক

ব্যাটিং ব্যর্থতার পর মনে হয়েছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সঙ্গী হবে পরাজয়। উদ্বোধনী জুটিতে ক্যারিবীয় ব্যাটাররা সেই ইঙ্গিত দিচ্ছিলেন। কিন্তু, মিরপুরের কালো উইকেট ভেলকি দেখান রিশাদ হোসেন। ক্যারিয়ারসেরা বোলিংয়ে বিদায় করেন ছয় ক্যারিবীয় ব্যাটারকে।
রিশাদের স্পিনের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ে সফরকারীদের ব্যাটিং। বাংলাদেশ পায় আরাধ্য জয়ের দেখা। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে জিতে এগিয়ে আছে বাংলাদেশ। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে আগামীকাল অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ানডে।
এর আগে আজ সোমবার (২০ অক্টোবর) সংবাদ সম্মেলনে আসেন বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ। তার কাছে প্রশ্ন রাখা হয় রিশাদের ব্যাপারে। শিষ্যের খেলায় নিজের উচ্ছ্বাস প্রকাশ করেন পাকিস্তানের এই কিংবদন্তি।
রিশাদের পারফরম্যান্স নিয়ে মুশতাক বলেন, ‘রিশাদকে নিয়ে আমি অনেক খুশি। সে কঠোর পরিশ্রম করছে। এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষেও সে ভালো বল করেছে। স্থানীয় কোচদেরও ধন্যবাদ দেওয়া উচিত।’
মিরপুরের কালো মাটিতে স্পিনের দৌরাত্ম্য দেখে শেষ দুই ওয়ানডের স্কোয়াডে আনা হয়েছে স্পিনার নাসুম আহমেদকে। প্রথম ম্যাচে রিশাদের নেওয়া ৬ উইকেটের পাশে মেহেদী হাসান মিরাজের বোলিংও জ্বলজ্বল করেছে। ১০ ওভারে ৩ মেডেনসহ মাত্র ১৬ রান খরচায় নেন ২ উইকেট।
বাংলাদেশ বরাবরই স্পিননির্ভর দল। মিরপুরে যা আরও বেশি। এবার কালো মাটির উইকেট তৈরি করে টনি হেমিং যেন স্পিনে প্রতিপক্ষকে নাজেহাল করার পুরোনো ছকই কষেছেন।