বিশ্বকাপ ড্র
একই গ্রুপে পড়বে কী ব্রাজিল-আর্জেন্টিনা?
আগামী বছর যৌথভাবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় বসবে বিশ্ব ফুটবলের মহারণ ফুটবল বিশ্বকাপ। প্রথমবার ৪৮ দল নিয়ে ভিন্ন আঙ্গিকে অনুষ্ঠিত হবে বিশ্বকাপ। এর আগে শুক্রবার (৫ ডিসেম্বর) দিনগত রাতে অনুষ্ঠিত হবে ড্র।
দক্ষিণ আমেরিকা অঞ্চল থেকে বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা আর সর্বোচ্চ পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল। এখন প্রশ্ন হলো- দুই চিরপ্রতিদ্বন্দ্বি একই গ্রুপে পড়ার সম্ভাবনা কতটুকু?
নতুন আঙ্গিকে অনুষ্ঠেয় এই বিশ্বকাপের ড্রয়ের জন্য ৪৮টি দলকে রাখা হয়েছে ৪ পটে। বিশ্বকাপের তিন আয়োজক মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্র আছে পট-১ এ। এই পটেই আছে আর্জেন্টিনা ও ব্রাজিল। এই পটে আরও আছে স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড, পর্তুগাল, নেদারল্যান্ডস, বেলজিয়াম ও জার্মানি।
আরও পড়ুন : ফিফা বিশ্বকাপের ড্র শুক্রবার
ড্রয়ের নিয়ম অনুযায়ী, ৪৮টি দলকে ভাগ করা হবে ১২টি গ্রুপে। প্রতিটি গ্রুপে থাকবে চারটি করে দল। প্রতিটি পট-এ থাকা ১২টি করে দল যাবে ১২টি গ্রুপে। এভাবে করে চারটি পট থেকে একটি করে নিয়ে, চার দল নিয়ে হবে একটি গ্রুপ।
যে কারণে একই পটে থাকা দলগুলোর একই গ্রুপে পরার কোনো সুযোগ নেই। ফলে পট-১ এ থাকা দুই চিরপ্রতিদ্বন্দ্বির গ্রুপপর্বে দেখা হওয়ার সুযোগ নেই। তবে ফাইনালের আগেই দেখা হতেও পারে। সেটি অবশ্য নির্ভর করছে ড্রয়ে কে কোন গ্রুপে পরে সেটির উপর।
বাকি পটগুলোতে থাকা দলগুলো হলো
আরও পড়ুন : বিশ্বকাপ ড্রয়ের আগে যে বার্তা দিলেন মেসি
‘পট-২’ এ রাখা হয়েছে ক্রোয়েশিয়া, মরক্কো, কলম্বিয়া, উরুগুয়ে, সুইজারল্যান্ড, জাপান, সেনেগাল, ইরান, দক্ষিণ কোরিয়া, ইকুয়েডর, অস্ট্রিয়া ও অস্ট্রেলিয়া।
‘পট-৩’ এ আছেন নরওয়ে, পানামা, মিসর, আলজেরিয়া, স্কটল্যান্ড, প্যারাগুয়ে, তিউনিসিয়া, আইভরি কোস্ট, উজবেকিস্তান, কাতার, সৌদি আরব ও দক্ষিণ আফ্রিকা।
‘পট-৪’ এ জর্দান, ক্যাবো ভার্দে, ঘানা, কুরাসাও, হাইতি, নিউজিল্যান্ড এবং বাকি ছয় দল।

স্পোর্টস ডেস্ক