নতুন নির্বাচক নিয়োগের বিষয়ে যা জানাল বিসিবি
জাতীয় দল থেকে শুরু করে বিসিবির অধীনে অনুষ্ঠিত হওয়া ঘরোয়া লীগগুলোর দলও বাছাই করেন জাতীয় দলের নির্বাচক প্যানেল। গাজী আশরাফ হোসেন লিপুর নেতৃত্ব তিন সদস্যের নির্বাচক প্যানেল এই কাজ করে থাকেন। কিন্তু সাম্প্রতিক সময়ে নিজের সহকারী হিসেবে দুজনকে এক সঙ্গে পাচ্ছেন না লিপু।
চলতি বছরের ফেব্রুয়ারিতে জাতীয় দলের নির্বাচকের পদ থেকে সরে দাঁড়ান হান্নান সরকার। এরপর প্রায় সাত মাস আব্দুর রাজ্জাককে সঙ্গে নিয়ে দায়িত্ব চালিয়ে যান লিপু। গত সেপ্টেম্বরে হান্নান সরকারের শূন্যস্থান পূরণ করতে হাসিবুল হোসেন শান্তকে যুক্ত করা হয় নির্বাচক প্যানেলে।
এই দফায় বেশিদিন তিনজনের এক সঙ্গে কাজ করা হয়নি। কারণ, বিসিবি নির্বাচনে অংশগ্রহণের জন্য ২৭ সেপ্টেম্বরে নির্বাচকের পদ পদত্যাগ করেন আব্দুর রাজ্জাক। পরে নির্বাচিত হয়ে বর্তমানে বিসিবি পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন আব্দুর রাজ্জাক।
এত শূন্য হয়ে পড়ে নির্বাচক প্যানেলে আব্দুর রাজ্জাকের জায়গা। প্রায় মাস দুয়েক হলো এই দায়িত্ব পালন করছেন গাজী আশরাফ হোসেন লিপু এবং হাসিবুল হোসেন শান্ত মিলে। ইতোমধ্যে শূন্যস্থান পূরণের খোঁজে নেমে পড়েছে বিসিবি।
আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে বাংলাদেশ। তার আগেই নতুন নির্বাচক নিয়োগ দিতে চায় বোর্ড। বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজমুল আবেদীন ফাহিম এমন কথা জানিয়েছেন।
নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন, ‘যখনই নতুন কাউকে পেয়ে যাব তখনই নিয়ে নিব। বিশ্বকাপের পরে নিতে হবে এমন না বিষয়টা, ভালো পেলেই নিয়ে নিব।’

স্পোর্টস ডেস্ক