নারী ক্রিকেটসহ বিসিবির একাধিক কমিটিতে পরিবর্তন
নারী ক্রিকেট নিয়ে মোটামুটি বড় একটি ঝড়ই বয়ে গেছে দেশের ক্রিকেটাঙ্গনে। অভিযোগ এসেছে, বিভিন্ন সময় নারী ক্রিকেটের দায়িত্ব পাওয়া ৯০ শতাংশ কর্মকর্তার বিরুদ্ধেই অভিযোগ করা হয়েছিল।
সেই অভিযোগের তদন্ত এখনো চলমান। এরই মাঝে পরিবর্তন এলো নারী ক্রিকেট উইংয়ের দায়িত্বে। আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্থায়ী কমিটিগুলো পুনর্গঠনের সিদ্ধান্তের কথা জানিয়েছে বিসিবি।
বিসিবির নির্বাচনের পরে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ডে নারী ক্রিকেটের দায়িত্ব দেওয়া হয়েছিল সাবেক ক্রিকেটার ও জাতীয় দলের নির্বাচক আব্দুর রাজ্জাক। তার পরিবর্তে নতুন করে নারী উইংয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বিসিবির একমাত্র পরিচালক রুবাবা দৌলাকে।
তবে একেবারে আব্দুর রাজ্জাককে নারী ক্রিকেট থেকে সরিয়ে দেওয়া হয়নি। তিনি রুবাবা দৌলাকে সহযোগিতা করবেন ভাইস চেয়ারম্যান হিসেবে। একই সঙ্গে নতুন করে হাইপারফরম্যান্স ইউনিটের প্রধান করা হয়েছে সাবেক ক্রিকেটার রাজ্জাককে।
অন্যদিকে, এতদিন হাইপারফরম্যান্স কমিটির দায়িত্ব পালন করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। নতুন করে তাঁকে এখন করা হয়েছে গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান। এই বিভাগের দায়িত্বে এত দিন ছিলেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম নিজেই। এখন বিপিএল গভর্নিং কাউন্সিলের পাশাপাশি আমিনুলের কাছে থাকল ওয়ার্কিং কমিটির দায়িত্ব।
প্রসঙ্গত, এর আগে গত ৬ জুন যখন ২৩টি স্থায়ী কমিটির দায়িত্ব বণ্টন করে বিসিবি। তখনো বিসিবি পরিচালক হননি রুবাবা। এ মাসের ৩ তারিখ তাঁকে পরিচালক হিসেবে মনোনয়ন দেয় জাতীয় ক্রীড়া পরিষদ।

স্পোর্টস ডেস্ক