বিপিএলের প্লে-অফ শুরু মঙ্গলবার
শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গ্রুপ পর্বের খেলা। ৬ দলের ৩০ ম্যাচের লড়াই শেষে চূড়ান্ত হয়েছে প্লে-অফে খেলা চার দলের নাম। এবার তাদের সামনে লক্ষ্য ফাইনালে খেলা।
আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) থেকে শুরু হবে প্লে-অফের লড়াই। শিরোপা মঞ্চে যাওয়ার জন্য মাঠে নামবে রাজশাহী ওয়ারিয়র্স, চট্টগ্রাম রয়্যালস, রংপুর রাইডার্স ও সিলেট টাইটান্স।
গ্রুপ পর্বে ১০ ম্যাচে ৮ জয়ে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে প্লে-অফ নিশ্চিত করেছে রাজশাহী। ১২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে চট্টগ্রাম। এরপর যথাক্রমে ১২ পয়েন্ট নিয়ে রংপুর তিন আর ১০ পয়েন্ট নিয়ে সিলেট চার নম্বরে থেকে প্লে-অফ নিশ্চিত করেছে।
আগামীকাল দিনের প্রথম ম্যাচ শুরু হবে বেলা ১টায়। এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে রংপুর রাইডার্স আর সিলেট টাইটান্স। দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টায়। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে মুখোমুখি টেবিলের শীর্ষে থাকা দুই দল রাজশাহী ওয়ারিয়র্স আর চট্টগ্রাম রয়্যালস।
পরের দিন বুধবার (২১ জানুয়ারি) মাঠে গড়াবে দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ। এই ম্যাচে মুখোমুখি হবে প্রথম কোয়ালিফায়ার ম্যাচে হেরে যাওয়া দল আর এলিমিনেটর ম্যাচের জয়ী দল।
একদিন বিরতি দিয়ে আগামী ২৩ জানুয়ারি মাঠে গড়াবে ফাইনাল। পরিবর্তন এসেছে ফাইনালের সূচিতে। শুরুতে সন্ধ্যা ৭টায় ম্যাচ শুরু হওয়ার কথা থাকলেও এক ঘন্টা এগিয়ে আনা হয়েছে ম্যাচ। নতুন সূচি অনুযায়ী, ফাইনাল ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৬টা থেকে।

স্পোর্টস ডেস্ক