ছেলেবেলার হিরো পন্টিংয়ের কাছে থেকে শিখতে চান রিশাদ

অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বিগব্যাশের আগের আসরেও ডাক পেয়েছিলেন রিশাদ হোসেন। কিন্তু একই সময়ে অনুষ্ঠিত বিপিএলে ফরচুন বরিশালে খেলায় আর যাওয়া হয়নি। বিগব্যাশের আগামী আসরেও একই দলের হয়ে খেলার সুযোগ এসেছে রিশাদের।
বিগব্যাশে হোবার্ট হারিকেন্সের হয়ে মাঠ মাতাবেন রিশাদ। এই দলের কোচিং প্যানেলে আছেন অস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তি ক্রিকেটের রিকি পন্টিং। দলটির হেড অব স্ট্র্যাটেজি হিসেবে আছেন পন্টিং। ফলে তার সঙ্গে কাজ করার সুযোগ পাচ্ছেন টাইগার লেগস্পিনার রিশাদ।
শুধু অস্ট্রেলিয়ায় নয়, পুরো বিশ্বেই অনেক তরুণ ক্রিকেটারের স্বপ্নের নায়ক রিকি পন্টিং। অসি এই তারকাকে নিজেদের আইডল মনে করেন অনেক ক্রিকেটার। রিশাদের কাছেও আইডল পন্টিং। বিগব্যাশে তার সঙ্গে কাজ করা নিয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেছেন তিনি।
সেখানে রিশাদ বলেন, ‘অবশ্যই এটা তো আসলে বড় ব্যাপার। রিকি পন্টিং আমার ছোটবেলার হিরো, অনেক ফেভারিট প্লেয়ার। উনার সাথে একসাথে কাজ করা হবে, উনার কোচিংয়ে থাকব, শেখা হবে অনেক কিছু। একসাথে কাজ করা হবে। ব্যাপারটা এক্সাইটিং না, চেষ্টা করব উপভোগ করার আরকি।’
প্রায় একই সময়ে অনুষ্ঠিত হবে বিপিএলও। কিন্তু রিশাদ খেলতে যাবেন অস্ট্রেলিয়া। সেখানে আলাদা কোনো লক্ষ্য আছে কি না? এমন প্রশ্নের জবাবে রিশাদ বলেন, ‘টার্গেট তো আসলে আগে থেকে সেট করি না। টুর্নামেন্টে গিয়ে ম্যাচ বাই ম্যাচ আগানোর চেষ্টা থাকে। এবারও সেটাই থাকবে।’
গত সিজনে এনওসি না পেলেও এবার ইতোমধ্যে সেটি পেয়েছেন এই লেগস্পিনার। বিগব্যাশে পুরো সিজন খেলতে বিসিবিও ছাড়পত্র দিয়েছে তাকে।