ওসমান হাদিকে জার্সি উৎসর্গ করল রাজশাহী ওয়ারিয়র্স
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুতে শোকাহত পুরো দেশ। লাখো মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে তার জানাজা। এরপর তাকে শায়িত করা হয় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের পাশে। হাদিকে শ্রদ্ধার আসনে বসিয়ে নতুন ঘোষণা দিলো বিপিএলের ফ্র্যাঞ্চাইজি রাজশাহী ওয়ারিয়র্স।
নির্ধারিত সূচি অনুযায়ী, আগামীকাল রোববার (২১ ডিসেম্বর) ঘটা করেই জার্সি উন্মোচনের কথা ছিল রাজশাহীর। তবে জার্সি উন্মোচনের সেই অনুষ্ঠান হচ্ছে না। শহীদ ওসমান হাদিকে উৎসর্গ করে এখন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে উন্মোচন করা হবে জার্সি।
এক বিবৃতিতে ফ্র্যাঞ্চাইজিটি জানায় হাদির আত্মত্যাগ ও অবদানকে সম্মান জানাতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। দলটির পক্ষ থেকে জানানো হয়, ক্ষণজন্মা ওয়ারিয়র্স শহীদ শরিফ ওসমান হাদির নামে জার্সি উৎসর্গ করে, জার্সি উন্মোচন অনুষ্ঠান না করার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী ওয়ারিয়র্স। তবে ভক্ত সমর্থকদের প্রত্যাশাকে সম্মান জানিয়ে আমাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলসমূহে জার্সিটি উন্মোচন করা হবে।
দলটি বলছে, এই জার্সি উৎসর্গ শহীদ হাদির প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার প্রতীক। তার স্মৃতি ও আদর্শ রাজশাহী ওয়ারিয়র্সের সঙ্গে সবসময় জড়িয়ে থাকবে।
এর আগে আজ নিজেদের প্রথম অনুশীলন সেরেছে রাজশাহী। মিরপুরে একাডেমি মাঠে অনুশীলনের শুরুতেই দোয়া করা হয় ওসমান হাদির জন্য।
আগামী ২৬ ডিসেম্বর পর্দা উঠবে বিপিএলের দ্বাদশ আসরের। উদ্বোধনী ম্যাচে মাঠে নামবে ওয়ারিয়র্সরা। সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ স্বাগতিক সিলেট টাইটান্স। এরপর সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে লড়বে নোয়াখালী এক্সপ্রেস। সিলেট পর্বের পর ক্রমান্বয়ে চট্টগ্রাম ও ঢাকায় গড়াবে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগটির আসর। তিন ভেন্যু মিলিয়ে হবে মোট ৩৪টি ম্যাচ।
বিপিএলের প্লে-অফে ১৯ জানুয়ারি হবে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার। দ্বিতীয় কোয়ালিফায়ার ২১ জানুয়ারি, আর রোমাঞ্চের চূড়ান্ত পরিণতি ‘গ্র্যান্ড ফাইনাল’ হবে ২৩ জানুয়ারি।

স্পোর্টস ডেস্ক