২৫৩ বছরের ইতিহাসে লাথাম-কনওয়ের প্রথম কীর্তি
মাউন্ট মঙ্গানুইয়ে রীতিমতো রানবন্যা বয়ে যাচ্ছে। নিউজিল্যান্ড কিংবা ওয়েস্ট ইন্ডিজ--ব্যাট হাসছে দুই দলের ব্যাটারদেরই। এর মধ্যে টেস্ট ইতিহাস তো বটেই ২৫৩ বছরের প্রথম শ্রেণির ক্রিকেটের ইতিহাসেই প্রথম কীর্তি গড়েছেন নিউজিল্যান্ডের দুই ওপেনার টম লাথাম আর ডেভন কনওয়ে।
চলমান টেস্টে ক্যারিবিয়ান বোলারদের আক্ষেপের নাম লাথাম আর কনওয়ে। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের পিষ্ট করে দুই ইনিংসেই সেঞ্চুরি তুলে নিয়েছেন এই দুজন। প্রথম শ্রেণির ক্রিকেটের শুরু ধরা হয় ১৭৭২ সাল থেকে। ইতিহাসের এই দীর্ঘ পথচলায় একই দলের দুই ওপেনারের দুই ইনিংসেই সেঞ্চুরি এটিই প্রথম।
তাদের এমন কীর্তিতে নিউজিল্যান্ড নিশ্চিত করে ফেলেছে মাউন্ট মঙ্গানুই টেস্টে আর হারছে না তারা। চতুর্থ দিনটা পার করেছে ক্যারিবিয়ানরা। এতে তারাও জিইয়ে রেখেছে ড্রয়ের আশা।
প্রথম ইনিংসে ১৫৫ রানের লিড পাওয়া কিউইরা দ্বিতীয় ইনিংসে দ্রুত রান তুলে ইনিংস ঘোষণা করে ২ উইকেটে ৩০৬ রানে। ক্যারিবিয়ানদের লক্ষ্য দাঁড়ায় ৪৬২। ১৬ ওভার ব্যাটিং করে কোনো উইকেট না হারিয়ে চতুর্থ দিন শেষ করে তারা ৪৩ রান নিয়ে।
নিউজিল্যান্ডের প্রথম ইনিংসে উদ্বোধনী জুটিতে ৩২৩ রান করেন লাথাম আর কনওয়ে। সেই ইনিংসে সেঞ্চুরি তুলে নিয়ে লাথাম থেমেছিলেন ১৩৭ রানে। কনওয়ে ছিলেন আরও উজ্জ্বল ডাবল সেঞ্চুরি তুলে নেন তিনি। শেষ পর্যন্ত ফেরেন ২২৭ রানে। নিউজিল্যান্ড ৮ উইকেটে ৫৭৫ রান তুলে ইনিংস ঘোষণা করেন।
জবাব দিতে নেমে ৪২০ রানে শেষ হয় ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। কেভাম হজ ছাড়া কেউই সেভাবে দলের হাল ধরতে পারেননি। সেঞ্চুরি করে ১২৩ রানে থামেন হজ। এর বাইরে কেবল হাফসেঞ্চুরি করতে পেরেছিলেন ব্র্যান্ডন কিং।
এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে খেলতে নেমেও দারুণ সাফল্য দেখান লাথাম আর কনওয়ে। এবার তাদের জুটি থেকে আসে ১৯২ রান। সেঞ্চুরি তুলে নিয়ে ১০০ রানে কনওয়ে ফিরলে ভাঙে সেই জুটি। পরে সেঞ্চুরি তুলে নেন লাথামও। তিনি ফেরেন ১০১ রানে। ২ উইকেট হারিয়ে ৩০২ রান তুলে ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড।
শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ১৫.২ ওভার ব্যাট করে ৩৯ রান তুলেছে ওয়েস্ট ইন্ডিজ। ৪৬ বলে ৩৭ রানে ব্র্যান্ডন কিং আর ৫০ বলে ২ রান করে অপরাজিত আছেন জন ক্যাম্পবেল।
চতুর্থ দিন শেষে সংক্ষিপ্ত স্কোর
নিউজিল্যান্ড ১ম ইনিংস : ৫৭৫/৮ (ডিক্লেয়ার)
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস : ১২৮.২ ওভারে ৪২০/১০
নিউজিল্যান্ড ২য় ইনিংস : ৫৪ ওভারে ৩০২/৬ (ডিক্লেয়ার) (ল্যাথাম ১০১, কনওয়ে ১০০, উইলিয়ামসন ৪০*, রাভিন্দ্রা ৪৬*; সিলস ৯-০-৩৬-০, ফিলিপ ৯-০-৫৭-০, গ্রেভস ৬-০-১৮-০, চেইস ১৩-০-১০৬-০, হজ ১৭-১-৮০-২)।
ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিংস: ১৬ ওভারে ৪৩/০ (ক্যাম্পবেল ২*, কিং ৩৭*; ডাফি ৬-৩-১৮-০, ফোকস ৫-০-২০-০, এজাজ ৩-৩-০-০, রাই ২-১-১-০)।

স্পোর্টস ডেস্ক