রেকর্ড গড়েও নিউজিল্যান্ডের বিপক্ষে হারল ওয়েস্ট ইন্ডিজ
নেলসনে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে দারুণ এক রোমাঞ্চ তৈরি করে ওয়েস্ট ইন্ডিজ। ব্যাটিং ধসে নিশ্চিত হারের দিকে চলে যাওয়া ম্যাচে প্রাণ ফেরায় ক্যারিবীয়দের নবম উইকেটের জুটি। কিন্তু নাটকীয়তায় ঘেরা এই ম্যাচে শেষ পর্যন্ত ৯ রানে জয় তুলে নিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। এতে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল তারা।
আজ রোববার (৮ নভোম্বর) সকালে টসে হেরে শুরুতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড। নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৭ রান তোলে তারা। জবাবে ১৯.৫ ওভারে ১৬৮ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ।
শেফার্ড ও স্প্রিঙ্গারের অসাধারণ নবম উইকেট জুটি ম্যাচে ফেরার আশা জাগালেও শেষ হাসি হেসেছে কিউইরা। এই জুটিতে ৭৮ রান যোগ হয়, যা শুধু ওয়েস্ট ইন্ডিজ নয়, টেস্ট খেলুড়ে কোনো দেশের ইতিহাসেই টি-টোয়েন্টিতে নবম উইকেটের সর্বোচ্চ জুটি।
আরও পড়ুন : শেষ মুহূর্তে আইসিসির সভায় নাকভি, পরিস্থিতি উত্তপ্ত হওয়ার শঙ্কা
স্যাক্সটন ওভালে আগে ব্যাট করতে নেমে ওপেনার ডেভন কনওয়ের ৫৬, ড্যারিল মিচেলের ৪১, রাচিন রবীন্দ্রের ২৬ ও টিম রবিনসনের ২৩ রানের ইনিংসে ভর করে ১৭৭ রান তোলে নিউজিল্যান্ড। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ফোর্ড ও হোল্ডার দুজনই দুটি করে উইকেট পেয়েছেন।
লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই ব্যাটিং ব্যর্থতার পরিচয় দিতে থাকে ওয়েস্ট ইন্ডিজ। ধারাবাহিক বিরতিতে উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজ ৮৮ রানের মধ্যেই ৮ উইকেট হরিয়ে বিপদে পড়ে যায়। এরপর নবম উইকেটে রোমারিও শেফার্ড (৪৯) ও শামার স্প্রিঙ্গার (৩৯) দলের আশা জাগান। দুজন মিলে ৩৯ বলে ৭৮ রানের জুটি গড়লেও ১ বল বাকি থাকতে ১৬৮ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ইশ সোধি ঘূর্ণির জাদুতে প্রতিপক্ষের ৩ উইকেট তুলে নেন।
আরও পড়ুন : প্রথমবার দ. আফ্রিকাকে সিরিজে হারাল পাকিস্তান
এর আগে অকল্যান্ডে প্রথম দুই ম্যাচে একটি করে জয় পেয়েছিল দুই দলই। প্রথম ম্যাচে ৭ রানে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ, পরেরটিতে ৩ রানে জয় পায় নিউজিল্যান্ড। সিরিজের তৃতীয় ম্যাচে এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে গেল নিউজিল্যান্ড। সিরিজের চতুর্থ ম্যাচ আগামীকাল সোমবার সকালে নেলসনেই অনুষ্ঠিত হবে।

স্পোর্টস ডেস্ক