টি-টোয়েন্টি থেকে অবসর নিলেন উইলিয়ামসন
নিউজিল্যান্ডের ক্রিকেট ইতিহাসে অন্যতম সফল ব্যাটার ও অধিনায়ক কেইন উইলিয়ামসন আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিলেন। ৩৫ বছর বয়সী এই তারকা ৯৩ ম্যাচের ক্যারিয়ার শেষ করলেন আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের মাত্র চার মাস আগে।
উইলিয়ামসন নিউজিল্যান্ডের হয়ে টি-টোয়েন্টিতে করেছেন ২,৫৭৫ রান। এই সংস্করণে তার গড় ৩৩.৪৪ ও স্ট্রাইক রেট ১২৩.০৮ । তিনি ১৮টি হাফসেঞ্চরি করেছেন এবং টি-টোয়েন্টি তার ব্যক্তিগত সর্বোচ্চ ৯৫ রান।
২০১১ সালে নিউজিল্যান্ডের হয়ে টি-টোয়েন্টি অভিষেক হয় উইলিয়ামসনের। এরপর তিনি ৭৫ ম্যাচে অধিনায়কত্বও করেছেন। তার নেতৃত্বে এই সংস্করণে দুইবার সেমিফাইনালে (২০১৬, ২০২২) ও একবার ফাইনালে (২০২১) ওঠে নিউজিল্যান্ড।
বিদায়ী বার্তায় উইলিয়ামসন বলেন, ‘অনেক দিন ধরে এই দলের অংশ হতে পেরে আমি সত্যিই আনন্দিত। এই সময়টার স্মৃতি ও অভিজ্ঞতার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। আমার ও দলের জন্য বিদায় জানানোর সঠিক সময় এখনই । এতে করে সামনের সিরিজ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে দলটি আরও স্পষ্ট দিকনির্দেশনা পাবে।’
উইলিয়ামসন আরও যোগ করেন, ‘দলে এখন প্রচুর টি-টোয়েন্টি প্রতিভা আছে। আর এই সময়টা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওদেরকে আরও খেলার সুযোগ দিতে হবে, যাতে তারা বিশ্বকাপের জন্য প্রস্তুত হতে পারে। মিচ (স্যান্টনার) অসাধারণ অধিনায়ক ও নেতা, এই দলটির নেতৃত্বে সে নিজের জায়গা তৈরি করে নিয়েছে। এখন তাদের সময় এসেছে ব্ল্যাকক্যাপসকে এই সংস্করণে আরও এগিয়ে নেওয়ার। আমি দূর থেকে তাদের সমর্থন করে যাব।’
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর উইলিয়ামসন সাদা বলের ক্রিকেটের অধিনায়কত্ব ছাড়েন। পারিবারিক জীবন ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ব্যস্ততা সামলাতে তিনি এখন জাতীয় দলের হয়ে সীমিতসংখ্যক ম্যাচ খেলছিলেন।
আরও পড়ুন: টেস্টে নিজের ভবিষ্যৎ নিয়ে যে তথ্য দিলেন উইলিয়ামসন
চোটের কারণে সর্বশেষ অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে অংশ নেননি তিনি। ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে আবার জাতীয় দলে দেখা যায় তাকে।
এখন তার পরবর্তী লক্ষ্য টেস্ট ক্রিকেটে মনোযোগ দেওয়া। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টেস্টের সিরিজ শুরু হবে ২ ডিসেম্বর, ক্রাইস্টচার্চে। এর আগে ২৬ নভেম্বর নর্দার্ন ডিস্ট্রিক্টসের হয়ে ‘প্লাঙ্কেট শিল্ডে’ খেলবেন তিনি।
আরও পড়ুন: সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে আইপিএল ছাড়লেন উইলিয়ামসন
টি-টোয়েন্টি আন্তর্জাতিক থেকে বিদায় নিলেও উইলিয়ামসন ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি লিগে খেলা চালিয়ে যাবেন। এছাড়া ওয়ানডে সংস্করণেও দেখা যাবে তাকে। সব ফরম্যাট মিলিয়ে তিনি নিউজিল্যান্ডের সর্বোচ্চ রানসংগ্রাহক।

স্পোর্টস ডেস্ক