টেস্টে নিজের ভবিষ্যৎ নিয়ে যে তথ্য দিলেন উইলিয়ামসন
হ্যামিল্টন টেস্টে সাদা পোশাকের ক্যারিয়ারের ইতি টেনেছেন টিম সাউদি। তার বিদায়ী দিনে ঘুরেফিরে প্রশ্ন আসল নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক কেইন উইলিয়ামসনকে নিয়েও। ইংলিশদের বিপক্ষে দেড়শ ছাড়ানো ইনিংস খেলা উইলিয়ামসনকে কি আর দেখা যাবে টেস্টে? তার কাছেই জানতে চাওয়া হলো সেই উত্তর। জবাবে নিজের ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট কিছু জানাননি উইলিয়ামসন।
আগামী আট মাসে আর টেস্ট ম্যাচ নেই নিউজ়িল্যান্ডের। নিউজিল্যান্ডের এর পর টেস্ট ম্যাচ রয়েছে জ়িম্বাবুয়ের বিরুদ্ধে। আগামী বছর জুলাই মাসে হবে সেই সিরিজ। মাঝে এতটা বিরতির পর আর তাকে পাওয়া যাবে কিনা সেটা নিয়েই জেগেছে প্রশ্ন।
ইংল্যান্ডের বিরুদ্ধে ৪২৩ রানের জয়ের পর উইলিয়ামসনের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, ‘পরের টেস্ট অনেক দূরে। আমি এখন এই গ্রীষ্মে বাকি ক্রিকেটে মনোযোগ দিতে চাই। অনেক ক্রিকেট রয়েছে আগামী দিনে। চ্যাম্পিয়ন্স ট্রফি রয়েছে। সেই সবে খেলার জন্য আমি মুখিয়ে আছি। দেখা যাক তার পর কী হয়। আমি টেস্ট ক্রিকেট ভালবাসি। তবে যা সূচি রয়েছে তাতে আগামী দিনে খুব বেশি টেস্ট নেই।’
২০২১ সালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জিতেছিল নিউজিল্যান্ড। সেই দলের অধিনায়ক ছিলেন উইলিয়ামসন। পরে তিনি নেতৃত্ব ছেড়ে দেন। আপাতত নিজের ব্যাটিংয়েই মনোযোগ দিচ্ছেন সাবেক এই অধিনায়ক।