আবারও অধিনায়কত্বে ফেরার কারণ জানালেন শান্ত
চলতি বছরের জুলাইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ থেকেই বাংলাদেশের টেস্ট দলের নেতৃত্ব নিয়ে চলেছে নাটকীয়তা। সেই সিরিজ শেষে আচমকাই অধিনায়কত্ব ছাড়লেন নাজমুল হোসেন শান্ত। মাঝে ১২৬ দিন বাংলাদেশের টেস্ট অধিনায়ক ছিল না, এই সময়ে অবশ্য লাল বলের ক্রিকেটও খেলেনি টাইগাররা।
আগামীকাল (১১ নভেম্বর) থেকে শুরু হচ্ছে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ। এই সিরিজেই আবার ফিরলেন শান্ত। আবারও কেন নেতৃত্বের দায়িত্বটা নিলেন তা ব্যাখ্যা করেছেন ম্যাচ পূর্ববর্তী আজকের সংবাদ সম্মেলনে।
আরও পড়ুন : ফের টি-টোয়েন্টির অধিনায়ক হচ্ছেন শান্ত
সিলেটে আজ সোমবার (১০ নভেম্বর) টেস্টের আগের দিন সংবাদ সম্মেলনে শান্ত ব্যাখ্যাও দিয়েছেন কেন অধিনায়কত্ব ছেড়েছিলেন আর কেনই বা আবার ফিরে এলেন। শান্ত বলেন, `আগে মনে হয়েছিল তিন সংস্করণে তিন অধিনায়ক থাকলে সমস্যা হতে পারে। কারণও ছিল। এখন বোর্ডের সঙ্গে খুব ভালোভাবে কথা হয়েছে। আমরা পরিষ্কার জানি কীভাবে এই কাঠামো কাজ করবে। আমি আশাবাদী, আগের মতো কোনো ভুলবোঝাবুঝি হবে না।'
শ্রীলঙ্কা সিরিজের পর তাকে ফের রাজি করানোর দায়িত্ব ছিল বোর্ড সহসভাপতি ফারুক আহমেদের। প্রায় ঘণ্টাখানেকের আলোচনা শেষে শান্তকে পূর্ণ স্বাধীনতার নিশ্চয়তা দিয়েই ফেরানো হয়েছে তাকে।
এই বিষয়ে শান্ত বলেন,‘কত দিন যেন মাঝে অধিনায়ক ছিলাম না, ওই সময়টা উপভোগ করেছি। ভালো সময় কেটেছে। ক্রিকেট বোর্ড যেভাবে আমার সঙ্গে যোগাযোগ করেছে, সেটা আমার ভালো লেগেছে। একটা সময় গিয়ে মনে হয়েছে আমার চেয়ে বাংলাদেশ দল অনেক বড়। নিজের চিন্তার থেকে বড় চিন্তা হলো বাংলাদেশ দলের কী প্রয়োজন।’
শান্ত আরও বলেন, ‘অনেক সাবেক ক্রিকেটার এখন বোর্ডে আছেন, যাদের পরামর্শ দল ও আমার ভালো চাওয়ার জায়গা থেকে আসে। তাদের প্রতি পুরোপুরি সম্মান রেখেই আমি সিদ্ধান্ত বদলেছি। এক কথায় যদি বলি, ব্যক্তির চেয়ে বাংলাদেশ দলকে আগে রাখা উচিত।’
আরও পড়ুন : বিপিএল মাতাতে আসছেন আমির ও মেন্ডিস, নাম লেখালেন যে দলে
শান্ত জানিয়েছেন, ভবিষ্যতে কোনো সমস্যায় পড়লে বোর্ডের সমর্থন পাবেন বলে বিশ্বাস রাখছেন। এই বিষয়ে তিনি বলেন, ‘যেসব জায়গায় সমস্যা হতে পারে, সেগুলো নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে। সবাই ইতিবাচক ছিল। আমি নিশ্চিত, সামনে দল ইতিবাচকভাবেই এগোবে। বোর্ড আমাকে পূর্ণ সমর্থন দেবে।’

স্পোর্টস ডেস্ক