অবশেষে ঢাকায় পৌঁছেছেন হামজা
নভেম্বর উইন্ডোর দুটি ম্যাচ খেলতে দুপুরেই হামজা চৌধুরীরর বাংলাদেশে পৌঁছার কথা ছিল। কিন্তু ফ্লাইট মিস করে ফেলেন হামজা। এরপর সমর্থকদের অপেক্ষা ছিল কখন দেশে পৌঁছাবেন প্রিমিয়ার লিগে খেলা বাংলাদেশের এই স্টার।
অপেক্ষার প্রহর শেষ হয়েছে। ঢাকায় চলে এসেছেন হামজা। আজ সোমবার (১০ নভেম্বর) বিকেল পাঁচটায় হযরত শাহজালাল আন্তর্জাতিকজ বিমান বন্দরে এসে পৌঁছান হামজা। সেখানে তাকে রিসিভ করতে যান বাফুফের এক্সিকিউটিভ মেম্বার ইমতিয়াজ হামিদ সবুজ।
গতকাল জাতীয় দলের ম্যানেজার আমের খান জানিয়েছিলেন, আজ দুপুর ১২টায় ঢাকায় পৌঁছাবেন হামজা। সে অনুযায়ী বিমানের টিকিটও করা ছিল। তবে ইংল্যান্ডে ট্রাফিক জ্যামে পড়ায় বাফুফের টিকিটের ফ্লাইট মিস করেন হামজা। পরবর্তীতে তিনি নিজে ঢাকায় আসার টিকিট করেন। এতে বাংলাদেশে আগমন পাঁচ ঘণ্টা বিলম্ব হয়।
আরও পড়ুনঃ ৬ মিনিটেই শেষ বাংলাদেশ–ভারত ম্যাচের গ্যালারির টিকিট
চলতি বছরের মার্চে শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক হয় হামজার। এ পর্যন্ত জাতীয় দলের জার্সিতে পাঁচ ম্যাচ খেলে দুটি গোল ও একটি অ্যাসিস্ট করেছেন হামজা। জুন ও অক্টোবর উইন্ডোতেও দেশের হয়ে মাঠে নেমেছেন তিনি। এই দুই উইন্ডোতেই তিনি দুপুরে ঢাকায় নেমে বিকেলে অনুশীলন করেছেন।
অন্যদিকে, বাংলাদেশ জাতীয় দলের আরেক প্রবাসী ফুটবলার শমিত সোমের দেশে আসার কথা আগমীকাল রাতে। নেপালের বিপক্ষে ম্যাচের আগে দলের সঙ্গে মাত্র একদিন অনুশীলনের সুযোগ পাবেন তিনি।
আরও পড়ুনঃ ফ্লাইট মিস করেছেন হামজা চৌধুরী
আগামী ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ ও ১৮ নভেম্বর এশিয়ান কাপ বাছাইপর্বের ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। সর্বশেষ ম্যাচে হংকংয়ের সঙ্গে ড্রয়ে বাংলাদেশের এশিয়ান কাপের আশা শেষ হয়ে গেছে। ভারতের বিপক্ষে ম্যাচটিও তাই এখন নিয়ম রক্ষার।

স্পোর্টস ডেস্ক