ঐতিহাসিক জয়ের পর কী বললেন হামজা?
একটা নাম—হামজা চৌধুরী। দেশের ফুটবলের চিত্র আমূল বদলে দিয়েছেন যিনি। ২০২৫ সালজুড়ে আলোচনার কেন্দ্রে ছিলেন হামজা। তাকে ঘিরে রচিত হয়েছে স্বপ্ন। তিনি নিজেও সেসব স্বপ্নের বীজ বুনেছেন। একটি স্বপ্ন সত্যি হয়েছে। ভারতের বিপক্ষে ২২ বছর পর লাল-সবুজের প্রতিনিধিরা জয় পেয়েছে।
জাতীয় স্টেডিয়াম ঢাকায় মঙ্গলবার (১৮ নভেম্বর) ভারতকে ১-০ গোলে হারায় বাংলাদেশ। এই জয়ে উল্লাসে মাতোয়ারা পুরো দেশ। তবে, এখানেই শেষ নয়। যেতে হবে বহুদূর। ম্যাচের পর দেওয়া ফেসবুক পোস্টে এমনটিই জানান হামজা।
হামজা বলেন, ‘ঐতিহাসিক! ২২ বছর! আমাদের দেশের জন্য কী দুর্দান্ত দিন। এর অংশ হতে পেরে ভীষণ গর্বিত। আরও অনেক কিছু আসবে সামনে। অনেক দূর যেতে হবে।’
চলতি বছর মার্চে ভারতের বিপক্ষে আন্তর্জাতিক অভিষেক হামজার। লাল-সবুজের জার্সিতে তার অভিষেক বদলে দিয়েছে দেশের ফুটবলের সার্বিক চিত্র। একটু একটু করে নিজেদের গড়ে তোলা দলটি ভালো খেললেও জয় পাচ্ছিল না। অবশেষে তা এলো।
ম্যাচ জয়ের পর সংবাদ সম্মেলনে হামজা জানান, এটি সবে শুরু। আগামীতে বড় টুর্নামেন্টে খেলবে বাংলাদেশ। তার জন্য দল গঠন করছেন তারা। বড় টুর্নামেন্টে খেলতে কী প্রয়োজন, জানালেন সেটিও। পাশাপাশি জানালেন, জাতীয় দলের হয়ে জয়ের স্বপ্ন সত্যি হয়েছে তার।
হামজা বলেন, ‘অবশ্যই স্বপ্ন সত্যি হয়েছে। আমরা ইন শা আল্লাহ বড় টুর্নামেন্টেও খেলব। কোয়ালিফাই করব। খালি সময় আর ধৈর্য নিয়ে আমরা দল গঠন করছি। অনেক অভিজ্ঞতা অর্জন করছি। চাপের মুখে খেলা শিখছি। স্টেডিয়ামভর্তি মানুষের সামনে খেলাটা অনেক অনেক চাপের। আগের চারটি ম্যাচে কঠিন সময় ছিল। কিন্তু, দলটি অসাধারণ। পুরো দেশ যেন একসঙ্গে খেলছে, সবাই উদযাপন করছে।’

স্পোর্টস ডেস্ক