এশিয়ান কাপ বাছাইয়ে চারে চার বাংলাদেশের
উড়ন্ত বাংলাদেশ আছে দুরন্ত ফর্মে। কোনো প্রতিপক্ষই বাধা হয়ে দাঁড়াতে পারছে না লাল-সবুজের প্রতিনিধিদের সামনে। অনূর্ধ্ব-১৭ এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে প্রায় প্রতিটি ম্যাচেই গোল উৎসব করছে বাংলাদেশ। আজ বাহরাইনকে হারিয়ে টানা চার ম্যাচে জয় তুলে নিলো বাংলাদেশ।
আজ শুক্রবার (২৮ নভেম্বর) চীনের ইয়ংচুয়াং স্টেডিয়ামে বাহরাইনকে ২-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। লাল-সবুজের হয়ে গোল দুটি করেছেন বায়েজিদ বোস্তামি ও মোহাম্মদ মানিক।
আরও পড়ুন : শ্রীলঙ্কাকে উড়িয়ে হ্যাটট্রিক জয় বাংলাদেশের
‘এ’ গ্রুপে ৪ ম্যাচ খেলে সবগুলো জিতে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে বাংলাদেশ। এক ম্যাচ কম খেলে ৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে আছে চীন। গ্রুপের বাকি চার দল বাহরাইন, শ্রীলঙ্কা, পূর্ব তিমুর ও ব্রুনাইয়ের বিদায় নিশ্চিত হয়ে গেছে।
পুরুষ ফুটবলারদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৮৯ ধাপ এগিয়ে বাহরাইন। সেই প্রতিপক্ষের বিপক্ষে প্রথমার্ধে গোলের দেখা পায়নি বাংলাদেশ। এই অর্ধে দুই দলই আক্রমণ চালিয়েছে সমানতালে। তবে জাল খুঁজে পায়নি কোনো দলই।
দ্বিতীয়ার্ধে ম্যাচের ডেডলক ভাঙে বাংলাদেশ। ৫৯ মিনিটে বাংলাদেশকে এগিয়ে নেন সুপার সাব বায়েজিদ বোস্তামি। এ নিয়ে বদলি নেমে চার ম্যাচেই গোল পেলেন তিনি। টুর্নামেন্টের বায়েজিদের গোলের সংখ্যাও চারটি।
আরও পড়ুন : ব্রুনাইয়ের বিপক্ষে গোল উৎসব বাংলাদেশের
ম্যাচের ৭২ মিনিটে দ্বিতীয় গোলের দেখা পায় বাংলাদেশ। ব্যবধান দ্বিগুণ করা গোলটি আসে মোহাম্মদ মানিকের কাছে থেকে। টুর্নামেন্টে ৪ ম্যাচ খেলে ৫ গোলে নাম লেখালেন তিনি।
আগের তিন ম্যাচে নিজেদের জাল অক্ষত রাখতে পারলেও শক্তিশালী বাহরাইন সেটি করতে দেয়নি। ৮৫ মিনিটে চলমান টুর্নামেন্টে প্রথম গোল হজম করে বাংলাদেশ। এই গোলে ম্যাচ জমিয়ে তুললেও বাংলাদেশকে হতাশ করতে পারেনি বাহরাইন।
এর আগে নিজেদের প্রথম ম্যাচে পূর্ব তিমুরকে ৫–০ গোলের বড় ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে ব্রুনাই এর জালে দিয়ছিল ৮ গোল। তৃতীয় ম্যাচে শ্রীলঙ্কার জালে ৫ গোল দিয়ে উৎসব সেরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা।
আরও পড়ুন : পূর্ব তিমুরকে ৫–০ গোলে হারিয়ে দুর্দান্ত শুরু বাংলাদেশের
নিয়ম অনুযায়ী, বাছাই পর্বে প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন দল আগামী বছরের মে মাসে সৌদি আরবে অনুষ্ঠেয় অনূর্ধ্ব–১৭ এশিয়ান কাপের মূলপর্বে জায়গা পাবে বাংলাদেশ। ১৬ দলের এই প্রতিযোগিতায় ইতোমধ্যে ৯ দল মূল পর্বে জায়গা করে নিয়েছে। আর বাছাইপর্ব থেকে টিকিট পাবে বাকি সাত দল।

স্পোর্টস ডেস্ক