পূর্ব তিমুরকে ৫–০ গোলে হারিয়ে দুর্দান্ত শুরু বাংলাদেশের
এএফসি অনূর্ধ্ব–১৭ এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ে বাংলাদেশের শুরুটা হয়েছে দারুণ। চীনের টংলিয়াং লং স্টেডিয়ামে আজ শনিবার (২২ নভেম্বর) নিজেদের প্রথম ম্যাচে পূর্ব তিমুরকে ৫–০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। ম্যাচে জোড়া গোল করেছেন মোহাম্মদ মানিক আর একটি করে গোল করেছেন রিফাত কাজী, বায়েজিদ বোস্তামি, আকাশ আহমেদ।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক বাংলাদেশ এগিয়ে যায় ১১তম মিনিটে। মানিকের চমৎকার ক্রস থেকে নিখুঁত হেডে গোল করেন রিফাত কাজী। ম্যাচের ২৮ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মানিক। অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের ফ্রি–কিক থেকে বল পেয়ে বাঁ পায়ের শটে জালে জড়ান তিনি।
বিরতির আগে আবারও গোলের দেখা পায় বাংলাদেশ। বক্সের ভেতর জটলার মধ্যে মানিকের জোরালো শটে স্কোরলাইন দাঁড়ায় ৩–০।
দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে আজাদের দারুণ পাস ধরে লক্ষ্যভেদ করেন বায়েজিদ বোস্তামী। ম্যাচের একদশ শেষ মূহর্তে ৮৮তম মিনিটে দূরপাল্লার শটে দলের পঞ্চম গোলটি করেন আকাশ আহমেদ। শেষ পর্যন্ত ৫–০ গোলের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ অনূর্ধ্ব–১৭ দল।
এএফসি অ-১৭ টুর্নামেন্টের বাছাইয়ে বাংলাদেশের সঙ্গে ‘এ’ গ্রুপে রয়েছে স্বাগতিক চীন, ব্রুনেই, শ্রীলঙ্কা, বাহরাইন ও পূর্ব তিমুর। পরবর্তী ম্যাচ ২৪ নভেম্বর বাংলাদেশের প্রতিপক্ষ ব্রুনাই।
গ্রুপ চ্যাম্পিয়ন হলে আগামী বছরের মে মাসে সৌদি আরবে অনুষ্ঠিত অনূর্ধ্ব–১৭ এশিয়ান কাপের মূলপর্বে জায়গা পাবে বাংলাদেশ। ১৬ দলের এই প্রতিযোগিতায় ইতোমধ্যে ৯ দল মূল পর্বে জায়গা করে নিয়েছে। আর বাছাইপর্ব থেকে টিবিট পাবে বাকি ৭ দল।

স্পোর্টস ডেস্ক