ঢাকা টেস্ট
চালকের আসনে থেকে বাংলাদেশের তৃতীয় দিন পার
ঢাকা টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে আয়ারল্যান্ডের প্রথম ইনিংস থামিয়ে দেয় বাংলাদেশ। এরপর ওয়ানডে মেজাজে ব্যাট করে বাকি সময় পার করেছে টাইগাররা। বাংলাদেশের দু্ই ওপেনার মাহমুদুল হাসান জয় ও সাদমান ইসলাম দেখা পেয়েছেন হাফ সেঞ্চুরির। জয় ফিরে গেলেও মুমিনুল হককে সঙ্গে নিয়ে ৩৬৭ রানের বড় ব্যবধানে এগিয়ে থেকেই দিন পার করেছেন সাদমান।
আজ শুক্রবার (২১ নভেম্বর) ঢাকা টেস্টের তিৃতীয় দিনের শেষে ৩৭ ওভারে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৫৬ রান। টাইগাররা লিড পেয়েছে ৩৬৭ রানের। সাদমান অপরাজিত আছেন ১১০ বলে ৬৯ রানে, মুমিনুল ১৯ রানে।
এর আগে দিনের দ্বিতীয় সেশনে আয়ারল্যান্ডকে অলআউটট করল বাংলাদেশ। প্রথম ইনিংসে ৮৮.৩ ওভারে ২৬৫ রানে আইরিশদের গুটিয়ে দেয় টাইগাররা। এতে ২১১ রানের বড় লিড নিয়ে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ।
দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের দুই ওপেনার মিলে গড়েন শতরানের জুটি। ৩১ তম ওভারে গ্যাবিন হোয়ের বলে এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়ে সাজঘরে ফিরেন জয়। ৯১ বলে ৬ চারে ৬০ রান করেন বাংলাদেশের এই ওপেনার।
আজ দিনের শুরুতে বড় জুটি গড়ার দিকেই এগিয়ে যাচ্ছিল আয়ারল্যান্ড। এরই মাঝে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে ঢাকা। যে কারণে খেলা বন্ধ ছিলো প্রায় মিনিট তিনেক। এরপর আবার মাঠে নামার পর এক ওভারে আইরিশদের ২ উইকেট তুলে নেন তাইজুল ইসলাম।
ভূমিকম্পের পর মাঠে ফিরে লরকান টাকার ও স্টিফেন ডোহেনির ৮১ রানের জুটি ভাঙেন তাইজুল। ৫৯ তম ওভারের প্রথম তিন বলের মধ্যে দুই উইকেট তুলে নেন তিনি। ওভারের প্রথম বলে বোল্ড করেন স্টিফেন ডোয়েনিকে। ৭৭ বলে ৪ চারে ৪৬ রান করে ফেরেন অভিষিক্ত ডোয়েনি।
এর এক বল পরই ব্যাট-প্যাডের ফাঁকা দিয়ে বোল্ড হন ম্যাকব্রাইন। ২ বল খেলে রানের খাতা খুলতে পারেননি তিনি।
এরপর আবারও আইরিশরা উইকেটে থিতু হওয়ার চেষ্ট করে। কিন্তু ৮০ ওভার শেষ হওয়ার পর দ্বিতীয় নতুন বল নেন অধিনায়ক শান্ত। এরপরই আইরিশদের দুই উইকেট তুলে নিয়েছে বাংলাদেশকে দুই দুই পেসার।
৮৩ তম ওভারে ইবাদতের বলে মুমিনুলের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন নিল। ৮৩ বলে ৯ চারে ৪৯ রান করেন তিনি। আর ৮৬ তম ওভারে খালেদ ফিরিয়েছেন গ্যাবিন হোয়েকে। ১০ বলে ৪ রান করেন হোয়ে।
তিন ওভার পর ৮৯ তম ওভারে তাইজুলের বলে খালেদের হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন হামফ্রিস। ১৪ বলে ৪ রান করেন তিনি।
টেস্টের দ্বিতীয় দিন ১১ রানে অপরাজিত থাকা টাকার আজ প্রথম সেশনে তুলে নিয়েছেন হাফসেঞ্চুরি। এরপর শেষ পর্যন্ত অপরজিত থেকেই মাঠ ছেড়েছেন এই আইরিশ ব্যাটার। ১৭১ বলে ৭ চারে ৭৫ রানে উইকেটে টিকে ছিলেন টাকার।
এর আগে গতকাল টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনেই শেষ হয়েছে বাংলাদেশের ইনিংস। প্রথম ইনিংসে ১৪১.১ ওভারে ৪৭৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। এরপর ব্যাটিংয়ে নেমে ৩৮ ওভারে ৯৮ রানে ৫ উইকেট হারিয়ে দিন শেষ করে আয়ারল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ প্রথম ইনিংস : ১৪১.১ ওভারে ৪৭৬/১০ (জয় ৩৪, সাদমান ৩৫, মুমিনুল ৬৩, শান্ত ৮, মুশফিক ১০৬, লিটন ১২৮, মিরাজ ৪৭, তাইজুল ৪, মুরাদ ১১, ইবাদত ১৮*, খালেদ ৮; নিল ১১-১-৪৭-০, ক্যামফার ১০-০-৩২-০, ম্যাকব্রাইন ৩৩.১-৩-১০৯-৬, হামফ্রিস ৫০-৫-১৫১-২, হোয় ৩৪-৩-১১৫-২, টেক্টর ৩-০-১০-০)
আয়ারল্যান্ড প্রথম ইনিংস : ৮৮.৩ ওভারে ২৬৫/১০ (বালবার্নি ২১, স্টার্লিং ২৭, কারমাইকেল ১৭, টেক্টর ১৪, ক্যাম্পার ০, টাকার ৭৫*, ডোহেনি ৪৬, ম্যাকব্রাইন ০, নিল ৪৯, হোয়ে ৪, হাফফ্রিস ৪; ইবাদত ১২-১-৪৭-১, খালেদ ৮-০-৩৯-২, তাইজুল ৩৫.৩-৬-৭৬-৪, মুরাদ ২১-৩-৫৩-২, মিরাজ ৯-১-৩৮-১, মুমিনুল ৩-১-৫-০)
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস : ৩৭ ওভারে ১৫৬/১* ( জয় ৬০, সাদমান ৬৯*, মুমিনুল ১৯*; নিল ৪-০-২৭-০, হামফিস ৬-০-২৫-০, ম্যাকব্রাইন ১৫-২-৪০-০, হোয়ে ১২-০-৫৬-১)

স্পোর্টস ডেস্ক