ঢাকা টেস্ট
ভূমিকম্পের পর তাইজুলের জোড়া শিকার নিয়ে মধ্যাহ্ন বিরতিতে বাংলাদেশ
ঢাকা টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনে বড় জুটি গড়ার দিকেই এগিয়ে যাচ্ছিল আয়ারল্যান্ড। খেলার তখন ৫৬ তম ওভার চলে, মেহেদী হাসান মিরাজ বোলিং করছেন। এমন সময় ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে ঢাকা। যে কারণে খেলা বন্ধ ছিলো প্রায় মিনিট তিনেক। এরপর আবার মাঠে নামার পর এক ওভারে আইরিশদের ২ উইকেট তুলে নেন তাইজুল ইসলাম।
আজ শুক্রবার (২১ নভেম্বর) তৃতীয় দিনের প্রথম সেশনে ৩১ ওভারে ২ উইকেটে ১১৩ রান তুলেছে আয়ারল্যান্ড। তৃতয়ি দিনে লাঞ্চের আগে আইরিশদের সংগ্রহ ৭ উইকেটে ২১১ রান। ৫৬ রানে অপরাজিত আছেন লরকান টাকার, ২৪ রানে অপরাজিত জর্ডান নিল। বাংলাদেশ এগিয়ে আছে ২৬৫ রানে।
ভুমিকম্পের পর মাঠে ফিরে লরকান টাকার ও স্টিফেন ডোহেনির ৮১ রানের জুটি ভাঙেন তাইজুল। ৫৯ তম ওভারের প্রথম তিন বলের মধ্যে দুই উইকেট তুলে নেন তিনি। দুই ব্যাটসম্যানকেই বোল্ড করেছেন এই স্পিনার। প্রথম বলে বোল্ড করেন স্টিফেন ডোয়েনিকে। ৭৭ বলে ৪ চারে ৪৬ রান করে ফেরেন অভিষিক্ত ডোয়েনি।
এর একবল পর বোল্ড হন ম্যাকব্রাইন। ২ বল খেলে রানের খাতা খুলতে পারেননি তিনি। ব্যাট-প্যাডের ফাঁকা দিয়ে বল আঘাত হানে মিডল স্টাম্পে।
টেস্টের দ্বিতীয় দিন ১১ রানে অপরাজিত থাকা লরকান টাকার আজ প্রথম সেশনে তুলে নিয়েছেন হাফসেঞ্চুরি।
এর আগে গতকাল টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় সেশনেই শেষ হয়েছে বাংলাদেশের ইনিংস। প্রথম ইনিংসে ১৪১.১ ওভারে ৪৭৬ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। এরপর ব্যাটিংয়ে নেমে ৩৮ ওভারে ৯৮ রানে ৫ উইকেট হারিয়ে দিন শেষ করে আয়ারল্যান্ড।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ প্রথম ইনিংস : ১৪১.১ ওভারে ৪৭৬/১০ (জয় ৩৪, সাদমান ৩৫, মুমিনুল ৬৩, শান্ত ৮, মুশফিক ১০৬, লিটন ১২৮, মিরাজ ৪৭, তাইজুল ৪, মুরাদ ১১, ইবাদত ১৮*, খালেদ ৮; নিল ১১-১-৪৭-০, ক্যামফার ১০-০-৩২-০, ম্যাকব্রাইন ৩৩.১-৩-১০৯-৬, হামফ্রিস ৫০-৫-১৫১-২, হোয় ৩৪-৩-১১৫-২, টেক্টর ৩-০-১০-০)

স্পোর্টস ডেস্ক