ঢাকা টেস্ট
৫০০ রানের লিডের পথে বাংলাদেশ, সেঞ্চুরির কাছাকাছি মুমিনুল
ঢাকা টেস্টের চতুর্থ দিনের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। আয়ারল্যান্ডের বোলারদের তোপের মুখে সকালে প্রথম সেশনেই দুই উইকেট হারিয়েছে তারা। এক ওভারের ব্যবধানে ফিরেছেন ওপেনার সাদমান ইসলাম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে এরপর মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রেখেছেন মুমিনুল হক। ৪৫০ রানের লিড পেরিয়েছে বাংলাদেশ, আর মুমিনুল দেখা পেয়েছেন হাফ সেঞ্চুরির।
আজ শনিবার (২২ নভেম্বর) মিরপুরে টেস্টের চতুর্থ দিনে মধ্যহ্ন বিরতির আগে বাংলাদেশের সংগ্রহ ৬৬ ওভারে ৩ উইকেটে ২৮০ রান। বাংলাদেশ এগিয়ে আছে ৪৯১ রানে। ১১১ বলে ৭৯ রানে অপরাজিত আছেন মুমিনুল, আর ৭০ বলে ৪০ রানে অপরাজিত মুশফিক। ১৪৯ বলে ১০৬ রানের জুটি গড়েছেন মুমিনুল-মুশফিক।
চতুর্থ দিনের প্রথম সেশনের চতুর্থ ওভারেই আউট হয়ে ফিরেছেন সাদমান। ম্যাকব্রাইনের বলে এলবিডাব্লিউয়ের ফাঁদে পড়েন বাংলাদেশের এই বাঁহাতি ওপেনার। ১১৯ বলে ৭ চারে ৭৮ রান করেন সাদমান।
এর এক ওভারে পরই ফিরেছেন অধিনায়ক শান্ত। নিলের করা ৪২তম ওভারের প্রথম বলে বলবার্নিকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের অধিনায়কের ব্যাট থেকে এসেছে ৫ বলে ১ রান।
ঢাকা টেস্টের প্রথম ইনিংসে ১৪১.১ ওভারে ৪৭৬ রানে অলআউট হয় বাংলাদেশ। এরপর প্রথম ইনিংসে ৮৮.৩ ওভারে ২৬৫ রানে আইরিশদের গুটিয়ে দেয় টাইগাররা। এতে ২১১ রানের বড় লিড নিয়ে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ।
গতকাল তৃতীয় দিন শেষে ৩৭ ওভারে ১ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ছিল ১৫৬ রান। টাইগাররা লিড পায় ৩৬৭ রানের। সাদমান অপরাজিত ছিলেন ১১০ বলে ৬৯ রানে, মুমিনুল ১৯ রানে। আজ সকালে নিজের ইনিংসে মাত্র ৯ রান যোগ করে আউট হয়েছেন সাদমান।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ প্রথম ইনিংস : ১৪১.১ ওভারে ৪৭৬/১০ (জয় ৩৪, সাদমান ৩৫, মুমিনুল ৬৩, শান্ত ৮, মুশফিক ১০৬, লিটন ১২৮, মিরাজ ৪৭, তাইজুল ৪, মুরাদ ১১, ইবাদত ১৮*, খালেদ ৮; নিল ১১-১-৪৭-০, ক্যামফার ১০-০-৩২-০, ম্যাকব্রাইন ৩৩.১-৩-১০৯-৬, হামফ্রিস ৫০-৫-১৫১-২, হোয় ৩৪-৩-১১৫-২, টেক্টর ৩-০-১০-০)
আয়ারল্যান্ড প্রথম ইনিংস : ৮৮.৩ ওভারে ২৬৫/১০ (বালবার্নি ২১, স্টার্লিং ২৭, কারমাইকেল ১৭, টেক্টর ১৪, ক্যাম্পার ০, টাকার ৭৫*, ডোহেনি ৪৬, ম্যাকব্রাইন ০, নিল ৪৯, হোয়ে ৪, হাফফ্রিস ৪; ইবাদত ১২-১-৪৭-১, খালেদ ৮-০-৩৯-২, তাইজুল ৩৫.৩-৬-৭৬-৪, মুরাদ ২১-৩-৫৩-২, মিরাজ ৯-১-৩৮-১, মুমিনুল ৩-১-৫-০)

স্পোর্টস ডেস্ক