ভূমিকম্পের সময় কী ভেবেছিল বাংলাদেশ ও আয়ারল্যান্ড দল?
হঠাৎ কেঁপে ওঠে রাজধানী। কয়েক মুহূর্তের মধ্যেই ভূমিকম্প হচ্ছে টের পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন মানুষ। ঘরবাড়ি-রাস্তাঘাট সব জায়গায় হুড়োহুড়ি লেগে যায়। চারিদিকে আতঙ্ক বিরাজ করতে থাকে। চিৎকার-চেঁচামেচি তো ছিলই। কে কীভাবে ঘর থেকে বেরিয়ে ফাঁকা স্থানে অবস্থান নেবে, সেই চেষ্টা চলতে থাকে। আজ শুক্রবার (২১ নভেম্বর) সকালে এমন চিত্র দেখা গেছে রাজধানীজুড়ে।
এমন সময়েই মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে চলছিল বাংলাদেশ-আয়ারল্যান্ড দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা। ভূমিকম্পের সময় কী ভাবছিলেন ক্রিকেটাররা? কখন বুঝতে পেরেছেন? এসব প্রশ্নের উত্তর আজ বিকেলে সংবাদ সম্মেলনে দিয়েছেন দু্দলের প্রতিনিধিরা।
বাংলাদেশ দলের স্পিনার তাইজুল ইসলাম বলেন, ‘আসলে প্রথমে বুঝিনাই। কিন্তু একটা সময়, মেইবি মিডিয়া বক্স এবং যে জায়গাগুলোতে কাচ ছিল, একটা শব্দ আসছে। তারপরে শারীরিকভাবে একটা ফিল বোঝা গেছে। সেই সময়টা একটু আতঙ্ক কাজ করেছে।’
আয়ারল্যান্ড কোচ হেইনরিখ মালান বলেন, ‘এটা কখনোই ভালো অনুভূতি নয়। বোঝার চেষ্টা করেছিলাম সেই সময় কী ঘটছিল। একই সঙ্গে ভূমিকম্পের বড় প্রভাবের কথাও ভাবনায় এসেছে। আশা করি খুব বাজে কিছু হয়নি।’
শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বলেন, আজ সকাল ১০টা ৩৮ মিনিট ২৬ সেকেন্ডে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৭। ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর মাধবদী। অন্যদিকে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৫, কেন্দ্রস্থল নরসিংদীর মাধবদী।

স্পোর্টস ডেস্ক