এবার অ্যাশেজে দায়িত্ব পেলেন বাংলাদেশি আম্পায়ার সৈকত
অ্যাশেজের মতো ঐতিহাসিক ও মর্যাদাপূর্ণ সিরিজের দায়িত্ব সামলাচ্ছেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। আইসিসির এলিট প্যানেলের এই আম্পায়ার প্রথম বাংলাদেশি হিসেবে দায়িত্ব পালন করছেন ইংল্যান্ড–অস্ট্রেলিয়ার পাঁচ টেস্টের আলোচিত এই দ্বৈরথে। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্যও এটি একটি গর্বের মুহূর্ত।
অ্যাশেজের প্রথম টেস্ট চলছে পার্থে। আজ শুক্রবার (২১ নভেম্বর) থেকে শুরু হয়েছে প্রথম টেস্ট। এই ম্যাচে মাঠের আম্পায়ার নন, টিভি আম্পায়ারের দায়িত্বে আছেন সৈকত। তবে ব্রিসবেনে দ্বিতীয় টেস্টে মাঠেই দেখা যাবে তাকে। ৪ ডিসেম্বর শুরু হবে সেই ম্যাচ।
আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত দায়িত্ব পালন করা সৈকতের পারফরম্যান্সই তাকে নিয়ে গেছে অ্যাশেজের মতো বড় মঞ্চে। গত বছরের মার্চে বাংলাদেশ থেকে প্রথমবার মতো আইসিসির এলিট প্যানেলে জায়গা করে নেন তিনি। এরপর ওয়ানডে ও টি–টোয়েন্টি বিশ্বকাপের পর এ বছরের ফেব্রুয়ারি-মার্চে অনুষ্ঠিত চ্যাম্পিয়নস ট্রফিতেও তাকে দেখা যায়।
সৈকত ক্রিকেট বিশ্বে আলোচনায় আসেন অস্ট্রেলিয়ায় বোর্ডার–গাভাস্কার সিরিজ দিয়ে। সিরিজে একাধিক সিদ্ধান্ত তিনি প্রযুক্তি এড়িয়ে নিজের বিচারেই দেন। যার কারণে প্রশংসাও কুড়িয়েছেন বাংলাদেশের এই আম্পায়ার। ধীরে ধীরে মনোযোগ আকর্ষণ করছেন আন্তর্জাতিক পরিমণ্ডলেও।
তবে ব্রিসবেন টেস্টর পর সিরিজের বাকি তিন টেস্টে দেখা যাবে না সৈকতকে। অ্যাডিলেড, মেলবোর্ন ও সিডনিতে দায়িত্ব সামলাতে দেখা যাবে নিতিন মেনন, জেফ ক্রো, আহসান রাজা ও ক্রিস গ্যাফানিকে।

স্পোর্টস ডেস্ক