নিজের শততম টেস্ট নিয়ে কী বললেন মুশফিক?
মুশফিকুর রহিমের শততম টেস্ট নিয়ে দেশের ক্রিকেটে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ। দেশের সীমানা ছাড়িয়ে তাকে শুভেচ্ছা জানিয়েছে অন্যান্য দেশের ক্রিকেটাররাও। বাংলাদেশের জার্সিতে প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ টেস্ট খেলার কৃতিত্ব অর্জন করেছেন মুশফিক। টেস্টের প্রথম ইনিংসে তুলে নিয়েছে সেঞ্চুরি।
২০ বছর আগে যখন অভিষিক্ত হন, তখন কী মুশফিক ভাবতে পেরেছিলেন, এতটা পথ পাড়ি দেবেন? ঢাকা টেস্টের দ্বিতীয় দিন শেষে আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) সংবাদ সম্মেলনে এই ব্যাপারে মুশফিক বলেন—‘আমি নিজেও বিশ্বাস করিনি, বাংলাদেশের কেউ ১০০ টেস্ট খেলবে। তবে আলহামদুলিল্লাহ, সেটা হয়েছে। আমি খুশি যে সেটা আমিই খেলেছি।’
শততম টেস্টে মাঠে নামার আগে গতকাল মুশফিক বলেছিলেন, ‘আল্লাহকে ধন্যবাদ এমন দারুণ একটা সুযোগের জন্য। যারা উপস্থিত আছেন আপনাদের সবাইকেও ধন্যবাদ জানাতে চাই। আমার পরিবারের সব সদস্য, বাবা-মাকে কৃতজ্ঞতা জানাতে চাই। বিশেষত আমার স্ত্রীকে, যে অনেক নির্ঘুম রাত কাটিয়েছে। আমার সতীর্থ, কোচ, বন্ধু ও সব ভক্তদের ধন্যবাদ জানাতে চাই। আমি বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যতের জন্য শুভকামনা জানাই। আমিও বাংলাদেশ ক্রিকেটের জন্য একশ ভাগ দেব, যেমনটা সব সময় চেষ্টা করি। আয়ারল্যান্ড ক্রিকেট দলকেও ধন্যবাদ জানাতে চাই এখানে থাকার জন্য।’
মুশফিক মনে করিয়ে দিয়েছেন ব্যক্তির চেয়ে দল আগে। তিনি বলেন, ‘বাংলাদেশের জন্য মুশফিকুর রহিম একটা ফোঁটা মাত্র। ব্যক্তির আগে দল। দল জিতলে সেটা আমার জন্য গিফট (শততম টেস্টের) হবে।’
টেস্ট ক্রিকেটে বাংলাদেশের নির্ভরতার জায়গা মুশফিকুর রহিম। দেশের ক্রিকেটে ২০ বছর লম্বা ক্যারিয়ার তার। পরিশ্রম ও পেশাদারত্ব তাকে সাফল্য এনে দিয়েছে বারবার। গতকাল দেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে মাঠে নেমেছেন মুশফিক। আজ টেস্টের দ্বিতীয় দিনে সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন তিনি। শততম টেস্টে শতক হাঁকিয়ে মুশফিক এখন কিংবদন্তিদের কাতারে।
বিশ্বের ১১তম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে সেঞ্চুরির দেখা পেলেন মুশফিক। মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ঢাকায় ২১৪ বলে ১০৬ রানের ইনিংস খেললেন বাংলাদেশের এই ব্যাটার।

স্পোর্টস ডেস্ক