দলের উন্নতি বুঝতে জয় দরকার ছিল, মনে করেন মোরসালিন
২২ বছরের আক্ষেপ মিটেছে শেখ মোরসালিনের গোলে। জাতীয় স্টেডিয়াম ঢাকায় গত ১৮ নভেম্বর মোরসালিনের গোলেই ভারতকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ। ফুটবলে নবজাগরণের যে শুরু, সেখানে এই জয়ের মাহাত্ম্য অনেক। বাংলাদেশ যে উন্নতি করছে, তা বুঝতে এই জয় প্রয়োজন ছিল, মনে করেন মোরসালিন।
আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) দেশের শীর্ষস্থানীয় একটি পত্রিকায় সাক্ষাৎকার দেন মোরসালিন। সেখানে তিনি বলেন, ‘আমাদের একটা জয় খুব দরকার ছিল। মাঠে নামার আগে সবার একটাই কথা ছিল, জিততে হবে। আমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা ম্যাচ ছিল। এ বছর আমরা যে কয়েকটা ম্যাচ খেলেছি, সবগুলোতে কিন্তু কাছাকাছি গিয়েও খারাপ করি। আমাদের খেলা যে ভালো হচ্ছে, আমরা যে উন্নতি করছি, সেটা বোঝানোর জন্য অন্তত জয়টা দরকার ছিল।’
ভারতকে হারানোর তৃপ্তি অন্য যেকোন জয়ের চেয়ে বেশি বলেও মনে করেন মোরসালিন। এই ফরোয়ার্ডের মতে, ভারতের সঙ্গে ম্যাচ হলে বাংলাদেশ মানসিকভাবে চাঙা থাকে।
বাংলাদেশ দলের নম্বর সেভেন বলেন, ‘তৃপ্তি অবশ্যই বেশি। ভারতের সঙ্গে ম্যাচ হলে সবাই মানসিকভাবে খুব চাঙা থাকে। বাড়তি একটা মনোবল পায়। তাদের সঙ্গে আমাদের একটা রেষারেষি থাকেই, এটা নতুন কিছু নয়। তারা হয়তো কিছু ক্ষেত্রে আমাদের চেয়ে ভালো। কিন্তু আমরা সব সময় তাদের হারানোর জন্যই মাঠে নামি।’
এশিয়ান কাপের বাছাইপর্ব থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। সামনে কেবল সিঙ্গাপুর ম্যাচ। জাতীয় স্টেডিয়ামে চলতি বছর ঘরের মাঠে হেরেছিল বাংলাদেশ। মোরসালিন অবশ্য মনে করেন, যে ছন্দে আছে দল, সিঙ্গাপুরকে হারানো সম্ভব।

স্পোর্টস ডেস্ক