ভারত বধে ৯ বছরের মধ্যে র্যাঙ্কিংয়ে সেরা অবস্থানে বাংলাদেশ
দীর্ঘ ২২ বছরের অপেক্ষা ভেঙে ভারত বধের পর আবারও সুখবর পেয়েছে বাংলাদেশ ফুটবল দল। এশিয়ান কাপ বাছাইয়ে ভারতের বিপক্ষে দারুণ এক জয় পেয়ে ফিফার সর্বশেষ হালনাগাদকৃত র্যাঙ্কিংয়েও উন্নতি করেছে বাংলাদেশ। গতকাল (১৯ নভেম্বর) ফিফার প্রকাশিত সর্বশেষ পুরুষ র্যাঙ্কিংয়ে তিন ধাপ উন্নতি করে ১৮০ নম্বরে উঠেছে বাংলাদেশ দল। ফিফা র্যাঙ্কিংয়ে গত ৯ বছরের মধ্যে এটিই বাংলাদেশের সেরা অবস্থান।
২০১৬ সালের মার্চের পর এটিই বাংলাদেশের সেরা অবস্থান, তখন বাংলাদেশ ছিল ১৭৭ তম অবস্থানে। যদিও পরে সেবছরই আবার র্যাঙ্কিংয়ে ১৮৮ নম্বরে নেমে যায় বাংলাদেশ।
ভারতের বিপক্ষে জয়ের আগে বাংলাদেশের রেটিং ছিল ৮৯৪ পয়েন্ট। আর বাংলাদেশের অবস্থান ছিল ১৮৩ নাম্বারে। জয়ের পর ১৭ পয়েন্ট যোগ হয়ে এখন রেটিং পয়েন্ট দাঁড়িয়েছে ৯১১–তে।
বিপরীতে বাংলাদেশে হারের ধাক্কায় ভারতের পয়েন্ট কমেছে ১৮, ফলে র্যাঙ্কিংয়ে ১৩৬ থেকে পিছিয়ে তারা নেমে গেছে ১৪২ নম্বরে।
বাংলাদেশের পাশাপাশি বিশ্ব র্যাঙ্কিংয়ের ওপরের দিকেও কিছু পরিবর্তন এসেছে। তবে শীর্ষ চারটি অবস্থানে কোনো হেরফের নেই। স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ড যথাক্রমে এক থেকে চার নম্বরে আছে আগের মতোই।
প্রীতি ম্যাচে সেনেগালকে হারানো এবং তিউনিসিয়ার সঙ্গে ড্র করার ফলে ব্রাজিল দুই ধাপ এগিয়ে উঠে এসেছে পাঁচে। অন্যদিকে পিছিয়ে গেছে পর্তুগাল ও নেদারল্যান্ডস। জার্মানি ও ক্রোয়েশিয়া এক ধাপ করে উঠে প্রবেশ করেছে শীর্ষ দশে।

স্পোর্টস ডেস্ক