বিসিবিকে তামিমের পরামর্শ, যা বললেন পরিচালক
টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে ভারতে না যাওয়ার ব্যাপারে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশের দেওয়া চিঠি প্রত্যাখ্যান করেছে আইসিসি। তবু, বিসিবি নিজ অবস্থান থেকে সরেনি। এই পরিস্থিতিতে সবাই বাহবা দিলেও তামিম ইকবাল বলেছেন ভিন্ন কথা। বিসিবিকে দিয়েছেন পরামর্শ, যা নিয়ে চলছে কাটাছেঁড়া।
তামিম ইকবাল বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বলেন, ‘দর্শক আবেগে অনেক কিছু বলেন। কিন্তু সবকিছু যদি আমরা ওইভাবে চিন্তা করি, তাহলে আপনি এত বড় সংস্থা চালাতে পারবেন না। কারণ, আপনার আজকের সিদ্ধান্ত আগামী ১০ বছর পর কী প্রভাব ফেলবে বাংলাদেশের ক্রিকেটের জন্য এবং খেলোয়াড়দের জন্য কোনটা ভালো হবে, সব চিন্তা করেই সিদ্ধান্ত নেওয়া উচিত।’
তামিম যোগ করেন, ‘যে সিদ্ধান্তই হোক না কেন, দেশের ক্রিকেটের স্বার্থ সর্বাগ্রে রাখা জরুরি। এমন কিছু করা ঠিক হবে না যা কয়েক বছর পর ক্রিকেটকে সমস্যায় ফেলতে পারে।’
তামিমের এমন কথার পর বিসিবি পরিচালক এম. নাজমুল ইসলাম নিজের ফেসবুকে একটি পোস্ট করেন। সেখানে তিনি তামিমকে ভারতের দালাল বলে আখ্যা দেন।
বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান নাজমুল ইসলাম বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে তামিমের একটি মন্তব্যসহ ফটোকার্ড শেয়ার করেন লেখেন, ‘এইবার আরও একজন পরীক্ষিত ভারতীয় দালালের আত্মপ্রকাশ বাংলার জনগণ দুচোখ ভরে দেখলো।’
পরে অবশ্য সমালোচনার মুখে সেটি ডিলিট করে দেন নাজমুল ইসলাম।

স্পোর্টস ডেস্ক