ঢাকা টেস্ট
সাকিবকে ছুঁয়ে ফেললেন তাইজুল
ঢাকা টেস্টের তৃতীয় দিনের দ্বিতীয় সেশনে আয়ারল্যান্ডের শেষ ব্যাটার ম্যাথিউ হামফ্রিসকে আউট করেন তাইজুল ইসলাম। এতেই আয়ারল্যান্ড গুটিয়ে যাওয়ার পাশাপাশি তাইজুলও নতুন এক রেকর্ড স্পর্শ করলেন। এটি ছিল তার ক্যারিয়ারের ২৪৬ তম উইকেট। আর এতেই টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় সাকিব আল হাসানের সঙ্গে যৌথভাবে শীর্ষে উঠলেন তিনি।
২৪২ উইকটে নিয়ে খেলতে নামা তাইজুল আইরিশদের প্রথম ইনংসে পেয়েছেন ৪ উইকেট। আর এতেই ছুঁয়ে ফেলেছেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবকে।
তাইজুল ও সাকিব দুজনই বাঁহাতি স্পিনার। টেস্ট উইকেটও এখন দুজনেরই ২৪৬টি করে। তবে ১৪ টেস্ট কম খেলেই সাকিবের পাশে নাম লেখিয়েছেন তাইজুল। সাকিব যেখানে খেলেছেন ৭১ টেস্ট, সেখানে তাইজুল একই সংখ্যায় পৌঁছেছেন মাত্র ৫৭ ম্যাচে।
ধারাবাহিকতার দিক থেকেও এগিয়ে আছেন তাইজুল। সাকিব যেখানে ১১ বার ইনিংসে ৪ উইকেট নিয়েছেন, তাইজুল তা করেছেন এখন পর্যন্ত ১৩ বার।
টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় তাইজুল–সাকিবের পর ৫৬ টেস্টে ২০৯ উইকেট নিয়ে তিনে আছেন মেহেদী হাসান মিরাজ। ৩৩ টেস্ট ১০০ উইকেট নিয়ে মোহাম্মদ রফিক আছেন চারে এবং ৩৬ টেস্টে ৭৮ উইকেট নিয়ে মাশরাফি বিন মর্তুজা আছেন পাঁচে।
বাংলাদেশের টেস্ট ইতিহাসে এককভাবে সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পথে তাইজুল শুধু এখন একটি সফল ডেলিভারির অপেক্ষায়। ঢাকা টেস্টের দ্বিতীয় ইনিংসে আর একটি উইকেট পেলেই তিনি ছাড়িয়ে যাবেন সাকিবকে।

স্পোর্টস ডেস্ক