হতশ্রী ব্যাটিংয়ে আয়ারল্যান্ডের কাছে হারল বাংলাদেশ
পুরোনো গল্প, চেনা দৃশ্য- ব্যাট হাতে ধুঁকছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠের টি-টোয়েন্টি সিরিজে দেখা গেছে আসা-যাওয়ার মিছিল। যে মিছিলে শামিল হয়ে একের পর এক উইকেট বিলিয়েছে স্বাগতিকরা। আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে আইরিশদের কাছে বাংলাদেশ হেরেছে ৩৯ রানে।
টস হেরে আগে ব্যাটিংয়ে নামা আয়ারল্যান্ড ২০ ওভারে ৪ উইকেটে ১৮১ রান তোলে। জবাবে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪২ রান করে বাংলাদেশ।
১৮২ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ প্রথম ওভারে হারায় তানজিদ তামিমের উইকেট। ৫ বলে ২ রান করে ম্যাথু হামফ্রিসের বলে হ্যারি টেক্টরের ক্যাচে পরিণত হন তামিম। পরের ওভারে সাজঘরের পথ ধরেন লিটন দাস। বাংলাদেশ অধিনায়ক ৩ বলে ১ রান করে মার্ক আডাইরের শিকার হন। তৃতীয় ওভারে বিদায় নেন আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন। তাকেও ফেরসন আডাইর। ইমন করেন ৬ বলে ১ রান।
ক্রিজে থিতু হতে পারেননি সাইফ হাসানও। দলীয় ১৮ রানে আউট হন তিনি। ১৩ বলে ৬ করে ব্যারি ম্যাকার্থির ডেলিভারিতে বোল্ড হন সাইফ।
একদিকে যখন ক্রমাগত উইকেট পড়ছে, অন্যদিকে হাল ধরার চেষ্টা করেন জাকের আলী ও তাওহিদ হৃদয়। ১৬ বলে ২০ রান করে জাকের বিদায় নেন। দলের অন্যতম ভরসা রিশাদ হোসেন রানের খাতা খোলার আগেই লেগবিফোরের ফাঁদে পড়েন। তনে, স্রোতের বিপরীতে হৃদয় তুলে নেন অর্ধশতক। ৫০ বলে সাতটি চার ও তিনটি ছক্কায় ৮৩ রানে অপরাজিত থাকেন হৃদয়।
আয়ারল্যান্ডের পক্ষে হামফ্রিস নেন চার উইকেট। ম্যাকার্থি তিনটি ও আডাইর পান দুটি।
ব্যাটিংয়ে উদ্বোধনী জুটি ঝড়ো শুরু এনে দেয় সফরকারী আয়ারল্যান্ডকে। ৪.২ ওভারে ৪০ রান আসে দুই ওপেনার অধিনায়ক পল স্টার্লিং ও টিম টেক্টরের ব্যাট থেকে। জুটি ভাঙেন তানজিম হাসান সাকিব। মিডউইকেটে স্টার্লিংকে সাইফ হাসানের ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান। ১৮ বলে ২১ রান করেন আইরিশ দলপতি।
আরেক ওপেনার টেক্টরের ব্যাট থেকে আসে ১৯ বলে ৩২ রানের গতিশীল ইনিংস। তাকে ফিরিয়ে বাংলাদেশের বিপদ কমান রিশাদ হোসেন, লংঅনে ক্যাচ নেন তানজিদ হাসান তামিম। ১৪ বলে ১৮ করা লোরকান টাকারকে ফেরান শরিফুল ইসলাম। ১৭ বলে ২৪ রান করে বিপদের ইঙ্গিত দেওয়া কার্টিস ক্যাম্ফার আউট হন সাকিবের বলে।
আইরিশদের সংগ্রহ ১৮০-র ঘরে যায় হ্যারি টেক্টরের ব্যাটে চড়ে। একটি চার ও পাঁচটি ছক্কায় ৪৫ বলে ৬৯ রানে অপরাজিত থাকেন টেক্টর। ৭ বলে ১২ রানে অপরাজিত থাকেন জর্জ ডকরেল।
বাংলাদেশের পক্ষে সাকিন দুটি এবং রিশাদ ও শরিফুল নেম একটি করে উইকেট। উইকেট না পেলেও মিতব্যয়ী ছিলেন মুস্তাফিজুর রহমান, চার ওভারে দেন ২৩ রান।
সংক্ষিপ্ত স্কোর
আয়ারল্যান্ড : ২০ ওভারে ১৮১/৪ (স্টার্লিং ২১, টেক্টর ৩২, টাকার ১৮, ক্যাম্ফার ২৪, হ্যারি ৬৯* ডকরেল ১২*; শরিফুল ৪-০-৪২-১, নাসুম ৪-০৩৭-০, সাকিব ৪-০-৪১-২, মুস্তাফিজ ৪-০-২৩-০, রিশাদ ৪-০-৩৪-১)
বাংলাদেশ : ২০ ওভারে ১৪২/৯ (তামিম ২, ইমন ১, লিটন ১, সাইফ ৬৷ জাকের ২০, হৃদয় ৮৩*, রিশাদ ০, সাকিব ৫, নাসুম ০, শরিফুল ১২, মুস্তাফিজ ২*; হামফ্রিস ৪-০-১৩-৪, আডাইর ৪-১-২০-২, লিটল, ৪-০-৪০-০, ম্যাকার্থি ৪-০-২৩-৩, ডিলানি ২-০-২৪-০, ক্যাম্ফার ২-০-২২-০)
ফল : আয়ারল্যান্ড ৩৯ রানে জয়ী।

স্পোর্টস ডেস্ক