আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ
টেস্টের পর এবার মিশন টি-টোয়েন্টি। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টস জিতে বোলিং বেছে নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।
শক্তি-সামর্থ্য কিংবা অতীত পরিসংখ্যান সব দিক থেকেই আয়ারল্যান্ডের চেয়ে এগিয়ে বাংলাদেশ। এর ওপর ক্রিকেটের সংক্ষিপ্ত এই সংস্করণে গত কয়েকটি সিরিজে দারুণ খেলেছে তারা। এই সময়ে জিতেছে কয়েকটি সিরিজও। তাই বলা যায় ফেভারিট থেকেই আজ আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে লিটন বাহিনী।
পরিসংখ্যান এগিয়ে রাখছে বাংলাদেশকে। এখন পর্যন্ত মোট ৮ বার টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ আর আয়ারল্যান্ড। এর মধ্যে টাইগারদের জয় ৫টি ম্যাচে। ২টি ম্যাচ জিতেছে আইরিশরা আর একটি ম্যাচ টাই হয়েছে।
আয়ারল্যান্ডের সঙ্গে খেলা সর্বশেষ ম্যাচটিতে সুখকর স্মৃতি ছিল না বাংলাদেশের জন্য। ২০২৩ সালে চট্টগ্রামে ৩ ম্যাচের সিরিজ জিতলেও শেষ ম্যাচে ৭ উইকেটে হেরেছিল বাংলাদেশ। তাই সবমিলিয়ে এ ম্যাচে বাংলাদেশের জন্য চাপ থাকবে জয়ে ফেরার।

স্পোর্টস ডেস্ক