রাজশাহীকে ১২৬ রানের লক্ষ্য দিল চট্টগ্রাম
গ্রুপপর্বের লড়াই শেষের পথে। নিশ্চিত হয়েছে প্লে-অফের চার দল। লড়াইটা এখন শীর্ষ দুইয়ে থাকার। সেই লক্ষ্যে আজ শনিবার (১৭ জানুয়ারি) পরস্পর মোকাবিলা করছে রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালস। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে বড় সংগ্রহ গড়তে পারেনি চট্টগ্রাম, ১৯.৫ ওভারে অলআউট হয় ১২৫ রানে।
ভালো করতে পারেনি চট্টগ্রামের ওপেনিং জুটি। ১০ রানে ভাঙে সেটি। রানের খাতা খোলার আগেই বিদায় নেন নাঈম শেখ। আরেক ওপেনার মোহাম্মদ হারিস ১১ বলে ১৬ করে আউট হন। ওয়ানডাউনে নামা মাহমুদুল হাসান জয়ের ব্যাট থেকে আসে ১৩ বলে ১৯ রান।
মিডল অর্ডারে কেউই সেভাবে থিতু হতে পারেননি। মাহফিজুল ইসলাম ১৬ বলে ১০, হাসান নাওয়াজ ২৪ বলে ১৮ রানের টি-টোয়েন্টি বিরুদ্ধ ইনিংস খেলেন।
শেষ দিকে আসিফ আলী হাল ধরেন চট্টগ্রামের। চারটি ছক্কায় ২৪ বলে ৩৯ রান করেন তিনি। তাতে রান ১২০ পার করে চট্টগ্রাম।
রাজশাহীর পক্ষে বল হাতে দারুণ করেছেন তানজিম হাসান সাকিব। ৪ ওভারে এক মেডেনসহ ১৭ রানে তার শিকার ৪ উইকেট। দুটি করে উইকেটে পেয়েছেন জাহানদাদ খান ও রায়ান বার্ল। জেমস নিশাম ও হাসান মুরাদ নিয়েছেন একটি করে উইকেট।
সংক্ষিপ্ত স্কোর
চট্টগ্রাম রয়্যালস : ১৯.৫ ওভারে ১২৫/১০ (হারিস ১৬, নাঈম ০, জয় ১৯, মাহফিজুল ১০, নাওয়াজ ১৮, মেহেদি ১, আসিফ ৩৯, জামাল ১, হায়দার ৭, শরিফুল ৩*, সানি ২; নিশাম ৩-০-১৬-১, জাহানদাদ ৩.৫-০-২৯-২, সাকিব ৩.৫-০-২৯-২, সাকিব ৪-১-১৭-৪, সাকলাইন ৪-০-১৬-০, হাসান ৩-০-২৬-১, বার্ল ২-০-১৫-২)

ক্রীড়া প্রতিবেদক