প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ১৮২ রানের লক্ষ্য দিল আয়ারল্যান্ড
চট্টগ্রামের পিচ বরাবরই ব্যাটিং সহায়ক। এমন পিচে টসে হেরে ব্যাটিংয়ে নেমে আয়ারল্যান্ড খেলেছে সামর্থ্য অনুযায়ী। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে আয়ারল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে ২০ ওভারে ৪ উইকেটে আইরিশদের সংগ্রহ ১৮১ রান।
উদ্বোধনী জুটি ঝড়ো শুরু এনে দেয় সফরকারী আয়ারল্যান্ডকে। ৪.২ ওভারে ৪০ রান আসে দুই ওপেনার অধিনায়ক পল স্টার্লিং ও টিম টেক্টরের ব্যাট থেকে। জুটি ভাঙেন তানজিম হাসান সাকিব। মিডউইকেটে স্টার্লিংকে সাইফ হাসানের ক্যাচ বানিয়ে সাজঘরে ফেরান। ১৮ বলে ২১ রান করেন আইরিশ দলপতি।
আরেক ওপেনার টেক্টরের ব্যাট থেকে আসে ১৯ বলে ৩২ রানের গতিশীল ইনিংস। তাকে ফিরিয়ে বাংলাদেশের বিপদ কমান রিশাদ হোসেন, লংঅনে ক্যাচ নেন তানজিদ হাসান তামিম। ১৪ বলে ১৮ করা লোরকান টাকারকে ফেরান শরিফুল ইসলাম। ১৭ বলে ২৪ রান করে বিপদের ইঙ্গিত দেওয়া কার্টিস ক্যাম্ফার আউট হন সাকিবের বলে।
আইরিশদের সংগ্রহ ১৮০-র ঘরে যায় হ্যারি টেক্টরের ব্যাটে চড়ে। একটি চার ও পাঁচটি ছক্কায় ৪৫ বলে ৬৯ রানে অপরাজিত থাকেন টেক্টর। ৭ বলে ১২ রানে অপরাজিত থাকেন জর্জ ডকরেল।
বাংলাদেশের পক্ষে সাকিন দুটি এবং রিশাদ ও শরিফুল নেম একটি করে উইকেট। উইকেট না পেলেও মিতব্যয়ী ছিলেন মুস্তাফিজুর রহমান, চার ওভারে দেন ২৩ রান।
সংক্ষিপ্ত স্কোর
আয়ারল্যান্ড : ২০ ওভারে ১৮১/৪ (স্টার্লিং ২১, টেক্টর ৩২, টাকার ১৮, ক্যাম্ফার ২৪, হ্যারি ৬৯* ডকরেল ১২*; শরিফুল ৪-০-৪২-১, নাসুম ৪-০৩৭-০, সাকিব ৪-০-৪১-২, মুস্তাফিজ ৪-০-২৩-০, রিশাদ ৪-০-৩৪-১)

স্পোর্টস ডেস্ক