হামজার কাছে এই জয়ের মাহাত্ম্য সবচেয়ে বেশি
লেস্টার সিটির জার্সিতে ২০২১ সালে এফএ কাপ জিতেছিলেন হামজা চৌধুরী। ইংল্যান্ডের ঘরোয়া ফুটবলে প্রিমিয়ার লিগের পরই যে টুর্নামেন্টের অবস্থান। লেস্টারের হয়ে সেই মেজর জয়ের চার বছর পার হয়েছে। ইংলিশ ফুটবলার থেকে ফুটবলার হামজা হয়েছেন বাংলাদেশের।
চলতি বছর মার্চে ভারতের বিপক্ষে আন্তর্জাতিক অভিষেক হামজার। লাল-সবুজের জার্সিতে তার অভিষেক বদলে দিয়েছে দেশের ফুটবলের সার্বিক চিত্র। একটু একটু করে নিজেদের গড়ে তোলা দলটি ভালো খেললেও জয় পাচ্ছিল না। অবশেষে তা এলো। ভারতের বিপক্ষে মঙ্গলবার (১৮ নভেম্বর) ১-০ গোলে জিতেছে বাংলাদেশ।
জাতীয় স্টেডিয়াম ঢাকায় রেফারির শেষ বাঁশির পর ঘুচেছে ২২ বছরের আক্ষেপ। হামজা তাতে অবদান রেখেছেন সামনে থেকে। এমন জয়ের পর সংবাদ সম্মেলনে আসেন হাস্যোজ্জ্বল হামজা। তার কাছে জানতে চাওয়া হয়, এফএ কাপ জয় না কি এই জয়, কোনটাকে এগিয়ে রাখবেন তিনি। জবাবে ভারতবধের কথা বলেন এই তারকা।
হামজা বলেন, ‘দুটো ভিন্ন জিনিস। তবে, এই জয়টাকে অবশ্যই এগিয়ে রাখব। এর সঙ্গে ১৮ কোটি মানুষের আবেগ জড়িয়ে আছে। তো, নিঃসন্দেহে এফএ কাপ জয়ের চেয়ে এটিকেই এগিয়ে রাখব।’
ম্যাচে হামজা ছিলেন দুর্দান্ত। ভারতবধে দলকে নেতৃত্ব দিয়েছেন সামনে থেকে। গোল পাননি, তবু দলকে বেঁধেছেন একই সুতোয়। দলকে বাঁচিয়েছেন নিশ্চিত গোল হজম থেকে।
৩১ মিনিটে সমতা প্রায় ফিরিয়েই এনেছিল ভারত। গোলপোস্ট ছেড়ে বাইরে চলে গেছেন মিতুল মারমা। অরক্ষিত গোলপোস্টে শট নেন ভারতীয় মিডফিল্ডার লালিয়ানজুয়ালা ছাংতে। সবাই যখন নিশ্চিত গোল ধরে নিয়েছিল, দৃশ্যপটে তখন হামজা চৌধুরী। একাই দাঁড়িয়ে গেলেন। দুরন্ত হেডারে ক্লিয়ার করলেন বল। বেঁচে যায় বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদক