রেকর্ডে মোড়ানো ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মহাকাব্যিক ড্র
ক্রিকেট মাঠে ইতিহাস গড়ল ওয়েস্ট ইন্ডিজ। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে অনুষ্ঠিত টেস্ট ম্যাচে চতুর্থ ইনিংসে ব্যাট করতে নেমে একাধিক রেকর্ড তৈরি করেছেন ক্যারিবীয় ব্যাটাররা। এই ইনিংসটি শুধু হারের মুখ থেকেই দলকে বাঁচায়নি, একই সঙ্গে টেস্ট ক্রিকেটের কয়েকটি পুরোনো পরিসংখ্যানকে নতুন করে লিখেছে।
জাস্টিন গ্রিভস ও কিমার রোচের বদ্যানতায় আজ শনিবার (৬ ডিসেম্বর) প্রথম টেস্টের পঞ্চম ও শেষ দিনে মহাকাব্যিক এক ড্র করেছে ক্যারিবীয়রা। প্রথম ইনিংসে ২৩১ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। জবাবে ১৬৭ রানে থামে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ইনিংসে ৮ উইকেটে ৪৬৬ রানে ইনিংস ঘোষণা করে কিউইরা। ক্যারিবীয়রা থামে ৬ উইকেটে ৪৫৭ রানে।
এই ম্যাচের তারকা ছিলেন গ্রিভস। চতুর্থ ইনিংসে ডবল সেঞ্চুরি হাঁকিয়ে তিনি চতুর্থ ক্যারিবীয় এবং সব মিলিয়ে সপ্তম খেলোয়াড় হিসেবে এই কৃতিত্ব অর্জন করলেন। নিউজিল্যান্ডের মাটিতে কোনো সফরকারী ব্যাটার হিসেবে চতুর্থ ইনিংসে গ্রিভসই প্রথম ডবল সেঞ্চুরি করলেন। ইনিংসে ৩৮৮ বল মোকাবিলা করেন তিনি, যা ওয়েস্ট ইন্ডিজের হয়ে চতুর্থ ইনিংসে কোনো ব্যাটারের খেলা সর্বোচ্চ বলের রেকর্ড। এর আগে ১৯৩০ সালে জর্জ হেডলি এই রেকর্ড করেছিলেন (৩৮৫ বল)।
ওয়েস্ট ইন্ডিজ এই ইনিংসে ৪ উইকেট হারিয়ে ৩৮৫ রান যোগ করে, যা টেস্টের শেষ ইনিংসে চতুর্থ উইকেটের পর যোগ করা রানের হিসেবে রেকর্ড। চার উইকেট হারানোর পর শাই হোপের সঙ্গে গ্রিভসের ১৯৬ রানের জুটি এবং এরপর গ্রিভস ও রোচের অপরাজিত ১৮০ রানের জুটিতে হয়েছে আরেক অর্জন। টেস্টের শেষ ইনিংসে দুটি ১৫০ রানের বেশি পার্টনারশিপ হওয়ার মাত্র তৃতীয় ঘটনা, যা ১৯৭৯ সালের পর আর দেখা যায়নি।
ওয়েস্ট ইন্ডিজের দলগত স্কোর দাঁড়ায় ৪ উইকেটে ৪৫৭ রান, যা টেস্টের চতুর্থ ইনিংসে করা দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। পাঁচদিনের টেস্টে আবার এটিই সর্বোচ্চ। এর আগে চতুর্থ ইনিংসে সর্বোচ্চ ছিল ইংল্যান্ডের, ১৯৩৯ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চতুর্থ ইনিংসে তারা করেছিল ৫ উইকেটে ৬৫৪ রান। সেই টেস্ট মাঠে ছিল ১০ দিন (টাইমলেস টেস্ট)।
এছাড়া, ওয়েস্ট ইন্ডিজ মোট ১৬৩.৩ ওভার ব্যাট করে, যা নিউজিল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ ইনিংসে খেলা ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় সর্বোচ্চ ওভার। তবে, কিউইদের মাঠে কোনো দলের চতুর্থ ইনিংসে ১৫০ ওভারের বেশি খেলার এটিই প্রথম ঘটনা। এই ম্যাচের শেষ দুই ইনিংসে মোট ৯২৩ রান হয়, ১৯৬৯ সালের পর কোনো টেস্ট ম্যাচের শেষ দুই ইনিংসে সর্বোচ্চ রানের রেকর্ড এটি।
ব্যক্তিগত রেকর্ডের দিক থেকে আরেকজনের নাম উঠে আসে—কিমার রোচ। আট নম্বর বা তার নিচে ব্যাট করতে নেমে চতুর্থ ইনিংসে প্রথম ব্যাটার হিসেবে ২০০-র বেশি বল (২৩৩টি) মোকাবিলা করার রেকর্ড গড়েন তিনি। ক্যারিয়ারের প্রথম টেস্ট ফিফটি করতে রোচের লেগেছে মোট ১৩৮টি ইনিংস, যা কোনো ব্যাটারের নেওয়া সর্বোচ্চ ইনিংসের রেকর্ড। তার ইনিংসে তিনি টানা ৭২টি ডট বলও খেলেন, যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ।

স্পোর্টস ডেস্ক