বিপিএলের টিকিটের দাম জানালো বিসিবি
বিপিএলে দ্বাদশ আসর মাঠে গড়াতে অপেক্ষা আর মাত্র দিন কয়েকের। আগামী ২৬ ডিসেম্বর সিলেট পর্ব দিয়ে শুরু হবে এবারের আসর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে রাজশাহী ওয়ারিয়র্স আর সিলেট টাইটান্স। এবার বিপিএলের টিকিটের মূল্য প্রকাশ করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ শনিবার (২০ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বিসিবি। দ্বাদশ আসরের সিলেট পর্বে খেলা দেখতে দর্শকদের গুনতে হবে সর্বনিম্ন ২০০ টাকা আর সর্বোচ্চ ২ হাজার টাকা।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শহিদ তুরাব আলী স্ট্যান্ড ও গ্রিন গ্যালারির টিকিটের দাম ২০০ টাকা। শহিদ আবু সাইদ স্ট্যান্ড থেকে খেলা দেখা যাবে ২৫০ টাকায়।
ক্লাব হাউজের ওপর থেকে খেলা দেখতে গুনতে হবে ৫০০ টাকা। ক্লাব হাউজ জিরো ওয়েস্ট জোনের টিকিটের মূল্য ৬০০ টাকা। গ্র্যান্ড স্ট্যান্ড বিপিএল উপভোগ করতে হলে গুনতে হবে ২ হাজার টাকা।
গত বিপিএলে অফলাইনের টিকিট নিয়ে বেশ বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে দর্শকদের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছিল। এবার আর সেই ঝামেলায় যেতে চায় না বিসিবি। বিপিএলের পুরো টিকিট ছাড়া হবে অনলাইনে। অফলাইনে কোনো টিকিট বিক্রি হবে না।
উদ্বাধনী দিন দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা ৭টায় চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে লড়বে নোয়াখালী এক্সপ্রেস। সিলেট পর্বের পর ক্রমান্বয়ে চট্টগ্রাম ও ঢাকায় গড়াবে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগটির আসর। তিন ভেন্যু মিলিয়ে হবে মোট ৩৪টি ম্যাচ।
বিপিএলের প্লে-অফে ১৯ জানুয়ারি হবে এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার। দ্বিতীয় কোয়ালিফায়ার ২১ জানুয়ারি, আর রোমাঞ্চের চূড়ান্ত পরিণতি ‘গ্র্যান্ড ফাইনাল’ হবে ২৩ জানুয়ারি।

স্পোর্টস ডেস্ক