এবার আফগান হার্ড হিটার ব্যাটারকে দলে ভেড়াল নোয়াখালী
আগামী ২৮ ডিসেম্বর পর্দা উঠবে বিপিএলের। এর আগে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দলের কম্বিনেশন মেলাতে মাঠে ঘাম ঝড়াচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো। নেমে পড়েছে অনুশীলনে। শেষ মুহূর্তে দলের ফাঁক-ফোকর খুঁজে বের করে বড় চমক দিল নোয়াখালী এক্সপ্রেস। দলে ভেড়ালো আফগান ক্রিকেটারকে।
আজ সোমবার (২২ ডিসেম্বর) নিজেদের ফেসবুক পেজে আফগান তরুণ টপঅর্ডার ব্যাটার সেদিকুল্লাহ অটলকে দলে ভেড়ানোর ঘোষণা দিয়েছে নোয়াখালী। নোয়াখালীর জার্সিতে এবার মাঠ মাতাতে দেখা যাবে তাকে।
মূলত শ্রীলঙ্কার ওপেনার কুশল মেন্ডিসের রিপ্লেস হিসেবে তাকে দলে ভিড়িয়েছে নোয়াখালী। নিলামের আগে সরাসরি চুক্তিতে মেন্ডিসকে দলে ভিড়িয়েছিল নোয়াখালী। কিন্তু চলমান আইএল টি-টোয়েন্টিতে খেলার সময় চোটে পড়েছেন তিনি। তাই নতুন করে ভাবতে হয়েছে নোয়াখালীকে।
এর আগে নিলামের পর মোহাম্মদ নবীসহ চার বিদেশি ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে নোয়াখালী। শিরোপার দাবিদার হওয়ার জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে দলটি।
নোয়াখালী এক্সপ্রেসের স্কোয়াড
সরাসরি চুক্তি : সৌম্য সরকার, হাসান মাহমুদ, জনসন চার্লস (ওয়েস্ট ইন্ডিজ) ও কুশল মেন্ডিস (শ্রীলঙ্কা)।
নিলাম থেকে দেশি : মাহিদুল ইসলাম অঙ্কন, জাকের আলী অনিক, হাবিবুর রহমান সোহান, নাজমুল ইসলাম অপু, মোহাম্মদ আবু হাসিম, মুশফিক হাসান, শাহাদাত হোসেন দিপু, রেজাউর রহমান রাজা, মেহেদী হাসান রানা, সৈকত আলী, সাব্বির হোসেন ও রহমতুল্লাহ আলী।
নিলাম থেকে বিদেশি : ইহসানুল্লাহ খান (আফগানিস্তান), হায়দার আলী (পাকিস্তান)।
নিলামের পর বিদেশি : মোহাম্মদ নবী (আফগানিস্তান), মাজ সাদাকাত (পাকিস্তান), জাহির খান (আফগানিস্তান), ইবরার আহমেদ (আরব আমিরাত), বিলার সামি (আফগানিস্তান), সেদিকুল্লাহ অটল (আফগানিস্তান)।

স্পোর্টস ডেস্ক